ইতিহাস গড়ে লাদাখে চিন সীমান্তে মোতায়েন প্রথম মহিলা সেনা অফিসার!

এই খবর শেয়ার করুন (Share this news)

কর্নেল গীতা। এই নামটা ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রইল। লাদাখে চিন সীমান্তে তিনিই প্রথম ভারতীয় সেনা অফিসার যিনি সেখানে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পেলেন। ভারতীয় সেনাবাহিনী ইতিপূর্বেই কম্যান্ডিং ভূমিকায় মহিলা
আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত গ্রহণের পর এই
প্রথম, ভারতীয় চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এওসি) এপারে, পূর্ব লাদাখ অঞ্চলে স্বাধীন ফিল্ড ওয়ার্কশপের জন্য মহিলা কম্যান্ডিং অফিসার হিসাবে নিযুক্ত করা হল কর্পস অফ ইলেক্ট্রনিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্নেল গীতা রানাকে।
ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের ভারতীয় সেনা কর্মকর্তারা টুইট করে বলেন, ‘ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কর্পস কর্নেল গীতা রানা পূর্ব লাদাখের একটি অগ্রবর্তী এবং দূরবর্তী স্থানে একটি স্বাধীন ফিল্ড ওয়ার্কশপের কমান্ড গ্রহণকারী প্রথম মহিলা অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন।’ কর্পস অফ ইঞ্জিনিয়ার্স, অর্ডিন্যান্স, ইএমই এবং অন্যান্য শাখায় স্বাধীন ইউনিটের কমান্ড নেওয়ার জন্য সেনাবাহিনী মহিলা অফিসারদের জন্য ১০৮টি শূন্যপদে ছাড়পত্র দেওয়ার পরে কর্নেল গীতা রানাই প্রথম অফিসার, যিনি ইএমই স্বাধীন কর্মশালার কমান্ড গ্রহণ করলেন। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পরীক্ষার ফল ঘোষণার পর অন্যান্য শাখাতেও আরও কয়েকজন মহিলা আধিকারিককে নিয়োগ করা হবে বলে। এখানেই যতিচিহ্ন নয়, ক্রমান্বয়ে সেনাবাহিনীর পরীক্ষায় বসে অন্যান্য উচ্চপদেও প্রমোশন পেতে পারবেন মহিলা আধিকারিকরা, জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। প্রতিবেশী যেসব
দেশের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রয়েছে, সেইসব দেশে যুগ্ম অভিযানেও পাঠানো
হতে পারে সেনাবাহিনীর মহিলা আধিকারিকদের। এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে শান্তিরক্ষার মিশনেও পাঠানো হবে মহিলা অফিসারদের।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago