অনলাইন প্রতিনিধি :-বিমানবন্দরে এক যাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ।যাত্রীর নাম রাজ কুমার সূর্যবংশী (৩৩)। বাড়ি মহারাষ্ট্রের মুম্বাইয়ে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এয়ার ইন্ডিয়ার এআই -৭৪৪বিমানে কলকাতায় যেতে বিমাবন্দরে আসেন।কাউন্টারে রিপোর্টিংয়ের পর বোর্ডিং কার্ড নিয়ে বিমান ধরতে সিকিউরিটি চেক গেট দিয়ে না গিয়ে ওই যাত্রী সোজা ইন্টারন্যাশনাল টার্মিনালের লাউঞ্জে চলে যান। সিকিউরিটির দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান তাকে দেখে ছুটে আসেন। কেন ডোমেস্টিক সিকিউরিটি চেকের জন্য সেই গেট দিয়ে না প্রবেশ করে ইন্টারন্যাশনাল টার্মিনালে প্রবেশ করলেন তাতে সিআইএসএফ কড়া পদক্ষে- নেন।তাকে আটক করেন।যদিও সিআইএসএফকে সে জানান, ভুল কে ইন্টারন্যাশনাল টার্মিনালে (লাউঞ্জে) চলে আসেন।টার্মিনাল ভবনের ভেতর এই ভুল পথে সে যখন আসেন তখন তাকে কেন সিকিউরিটি জওয়ান বা কর্মী কেউ আটকায়নি।সেদিকে যাওয়া যাবে না বলেও কোনও সিকিউরিটি জওয়ান তাকে বাধা দেয়নি।তাই কোনও বাধা না পেয়ে ডোমেস্টিক সিকিউরিটি গেটের দিবে না গিয়ে খোলা পেয়ে কোনও কিছু না জেনে ভুলে সোজা ইন্টারন্যাশনাল টার্মিনাল লাউঞ্জে চলে আসেন বলে আটক যাত্রী রাজকুমার সূর্যবংশী সিআইএসএফ কেন জানান। আটক করে সিআইএসএফ তার বিমান টিকিট ও বিমান যাত্রী বাতিল করে।দিনভর তাকে বিমানবন্দরে সিআইএসএফ অফিসে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করে।পরে রাত ৭ টা নাগাদ বিমানবন্দর থানায় পুলিশের হাতে আটক যাত্রীকে তুলে দেয়।বাড়ি মুম্বাইয়ে। আগরতলা রাজমিস্ত্রীর কাজ করেন কোনও একটি বেসরকারী নির্মাণ সংস্থার কর্মী হিসাবে।এদিকে বিমানবন্দরে প্রশ্ন উঠেছে, ডোমেস্টিক সিকিউরিটি গেটের প্রবেশের পথে একজন বেসরকারী সিকিউরিটি কর্মী যাত্রীর বোর্ডিং কার্ড চেক ও যাত্রীকে সঠিক পথ দেখাতে ডিউটিতে থাকলে সেই কর্মীর খুব কাজ দিয়ে ওই যাত্রী যখন ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে যাচ্ছিলেন তখন কেন আটকে দেয়নি। ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা এখনো চালু না হওয়ায় ইন্টারন্যাশনাল টার্মিনাল লাউঞ্জে ব্যবহৃত হচ্ছে না।আরও প্রশ্ন উঠেছে, এদিকে যাতে কোনও যাত্রী প্রবেশ করতে না পারেন তাতে উপযুক্ত দেখভালও ব্যারিকেড তৈরি করে রাখা হয়নি কেন।বিনা বাধায় ভুল করে যদি কোনও যাত্রী ইন্টারন্যাশনাল লাউঞ্জে চলে যান তাহলে রাজকুমার সূর্যবংশীর মতোই কি পরিণতি হবে?
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…