ইন্ডিয়া জোটকে জয়ী করার আহ্বান!!
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন ফরওয়ার্ড ব্লক। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার, পাশাপাশি উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার। উক্ত সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র নিন্দা করেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। রাজ্যে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন না বলেন অভিযোগ করেন তারা। এজন্যই মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কৃত বিপ্লব কুমার দেব কে পশ্চিম ত্রিপুরা আসনে এবং রাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা কৃতি সিংকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করেছে তারা। এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরাই বিজয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তারা।