ইন্ডিয়া টুডে, কে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-জাতীয় সংবাদ সংস্থা “ইন্ডিয়া টুডে” সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাতে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনপ্রিয়তার নিরিখে আছেন পাঁচ নম্বরে। রবিবার বড়দোয়ারী মন্ডল অফিসে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীর হয়ে ইন্ডিয়া টুডে সংস্থাকে ধন্যবাদ জানান।ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রথম দশ জন জনপ্রিয় মুখ্যমন্ত্রীর মধ্যে এক নম্বরে রয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক,দ্বিতীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,তৃতীয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা,চতুর্থ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল,পঞ্চম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ষষ্ঠ স্হানে আছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সোয়ান্ত, সপ্তম স্হানে আছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
পুস্কর সিং ধামী,অষ্টম স্হানে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, নবম স্হানে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন এবং দশম স্হানে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশ জনের তালিকায় ছয় জনই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।