ইন্দো-বাংলাদেশ সীমান্তে ইকফাইর যোগা প্রশিক্ষণ

 ইন্দো-বাংলাদেশ সীমান্তে ইকফাইর যোগা প্রশিক্ষণ
এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অব যোগা- এর আর্থিক সহযোগিতায় ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরার শারীরিক শিক্ষা ও যোগা বিভাগের উদ্যোগে আখাউড়া ইন্দো-বাংলাদেশ বর্ডারে অনুষ্ঠিত হয়ে গেলো যোগা প্রদর্শনের এক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ল্যাণ্ড পোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্টের ম্যানেজার ডি নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরার রেজিস্ট্রার ড. এ রঙ্গনাথ, ড. দুলাল দেবনাথ।

May be an image of 4 people and people practising yoga


যোগব্যায়াম প্রশিক্ষণ দেন অধ্যাপক রঞ্জনা সিন্হা এবং প্রসেনজিৎ মজুমদার। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী শারীরিকভাবে অংশগ্রহণ করে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও যোগ বিভাগের অধ্যাপক ড. সূর্যকান্ত পাল। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.