ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
ইরানে আজ থেকে শিক্ষক ধর্মঘট

হিজাব ঠিকমতো পরেনি। এই অভিযোগে ইরানে মাহসা আমিনি (২২) কে হত্যার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে চলতে থাকা গণ আন্দোলন দমনে স্কুল ছাত্রছাত্রীরা পুলিশ বাহিনীর টার্গেট হচ্ছে। এর প্রতিবাদ জানাতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে শিক্ষকশিক্ষিকারা। একটি শিক্ষক সংগঠন দুই দিনের ধর্মঘট তথা বন্ধ ডেকেছে। রবিবার থেকে শুরু হচ্ছে এই বন্ধ । শিক্ষক শিক্ষিকারা পাঠদান বন্ধ রাখতে চলেছে ওই দুইদিন। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বলেছে, পুলিশ কর্মীদের নির্যাতনে অন্তত সাতাশ ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও প্রায় একই রকম কথা বলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদিগকে নির্যাতনের বিষয়ে। গ্রেপ্তার হওয়া অসংখ্য মানুষের মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষার্থীও। মাহসা আমিনির রহস্যময় মৃত্যু ঘটে ষোল সেপ্টেম্বর, পুলিশ তাকে তুলে নিয়ে যাওয়ার পরে।