ইরানে জনসমক্ষে চুল ঢেকে না রাখায় দুই নারীর মাথায় এক ব্যক্তি বাটি থেকে দই ঢেলে দিয়েছেন। এরপর ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই দুই নারী একটি দোকানে গিয়েছেন। সেখানে এক ব্যক্তি তাদের মাথায় দই ঢেলে দেন। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন দোকানদার।ইরানের বিচার বিভাগ বলেছে, ইরানে জনসম্মুখে চুল খোলা রাখা অবৈধ। ওই দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বোরকা ছাড়া বের হলে জনসম্মুখে ক্ষমাহীন বিচার হয় ইরানে।বাধ্যতামূলক হিজাব পরা বন্ধের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর এই ঘটনা ঘটল। জনসমক্ষে হিজাব না পরা ইরানে মহিলাদের জন্য অবৈধ, তবে বড় শহরগুলিতে অনেকে নিয়ম থাকা সত্ত্বেও এটি ছাড়াই ঘুরে বেড়ায়। এই আইনের প্রতি ক্ষোভ ও হতাশা ইরানের সমাজে ভিন্নমতের জন্ম দিয়েছে।
মাহসা আমিনি নামের এক যুবতীর মাথা ঠিকমত ঢাকা হয়নি, এই অভিযোগে পুলিশ তাকে তুলে নিয়ে যায় ১৩ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর পুলিশ তার পরিবারকে জানায় মৃত্যু হয়েছে আমিনির। এরপরই ইরানে ছড়িয়ে পরে হিজাব বিরোধী আন্দোলন। সরকার বল প্রয়োগদ্বারা এই আন্দোলন দমন করেছে। নিরস্ত্র এই আন্দোলনে সরকারী অস্ত্র প্রয়োগে নিহত হয় ৫০০ মতো আন্দোলনকারী।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…