Categories: বিদেশ

ইরানে বিজ্ঞাপনে নিষিদ্ধ নারীরা

এই খবর শেয়ার করুন (Share this news)

নারীদের কোনও বিজ্ঞাপনে অভিনয় করা চলবে না । নিষেধাজ্ঞা জারি হল ইরানে । একটি বহুজাতিক সংস্থার আইসক্রিমের ‘ বিতর্কিত ’ বিজ্ঞাপনের প্রদর্শন নিয়ে উঠেছিল আপত্তি । মূলত কট্টরপন্থীদের রোষের কারণেই এমন কঠোর পদক্ষেপ । কট্টরপন্থীদের বক্তব্য , ওই আইসক্রিমের বিজ্ঞাপনে মাথার হিজাব সরিয়ে যে ভাবে আইসক্রিমে লাস্যময়ী কামড় বসিয়েছেন ওই মহিলা , একজন মুসলিম মহিলার তেমন আচরণ মোটেই শালীন ছিল না । সম্প্রতি ইরানের একটি ভিডিয়ো বিজ্ঞাপনে দেখা গেছিল , ধু ধু উষর প্রান্ত দিয়ে এক তরুণী একাকী গাড়িস্টিকে চালিয়ে যাচ্ছেন । তার পাশে কেউ বসে আছেন কি না বোঝা যাচ্ছে না । কিন্তু ওই মহিলাকে পাশের আসনের দিকে তাকিয়ে একবার ‘ চোখ মারতে ’ দেখা যায় । ওই মহিলার মাথায় ঘোমটার মতো লাল রঙা একটি হিজাব ছিল বটে , তবে সেটি আঁটোসাঁটো ছিল না , ছিল আলগা । গাড়ি নিয়ে তিনি একটি নির্জন জায়গায় দাঁড় করান । তারপর গাড়ি থেকে বেরিয়ে ওই মহিলা কামড় বসান একটি চকোলেট স্টিক আইসক্রিমে । সেই সময় তার মাথার হিজাব আরও আলগা হয়ে যেতে দেখা যায় । তা থেকেই তৈরি হয় বিতর্ক । কট্টরপন্থীরা রীতিমতো রে রে করে ওঠেন । তাদের বক্তব্য , ওই বিজ্ঞাপনে একটি পূর্ণ বয়স্কা নারীকে যে ভঙ্গিমায় আইসক্রিম স্টিকে কামড় বসাতে দেখা যাচ্ছে , তাও ইসলামিক দেশের নারীদের প্রেক্ষাপটে ‘ সামাজিক শালীনতা ’ – র পরিপন্থী । এই বিষয়টিকে কেন্দ্র করেই বিজ্ঞাপনে নারীদের অভিনয় বন্ধ করার নির্দেশ দিল ইরান প্রশাসন । পাশাপাশি ওই আইসক্রিম নির্মাতা সংস্থার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয় বলেও খবর । শুধু তাই নয় , এই ঘটনার জেরে যে কোনও রকম বিজ্ঞাপনে মহিলাদের অভিনয় করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের সংস্কৃতি মন্ত্রক এবং ইসলামিক গাইডেন্স । বিজ্ঞাপনী সংস্থাগুলিকে চিঠি লিখে এই নির্দেশের কথা জানিয়েছে সেদেশের সংস্কৃতি মন্ত্রক । বিজ্ঞাপনটি ছিল ডমিনোস ব্র্যান্ডের আইসক্রিমের । ওই বিজ্ঞাপন মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে জলঘোলা শুরু হয় ইরানে । ডমিনোর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ইসলামীয় ধর্মগুরুরা সরকারি আধিকারিকদের আদেশ দেন। এরপরেই আধিকারিকরা বিজ্ঞাপনটিকে শালীনতা লঙ্ঘনকারী এবং মহিলাদের মূল্যবোধের পক্ষে অবমাননাকর বলে ঘোষণা করেছে । কোনও রকম বিজ্ঞাপনেই মহিলারা অভিনয় করতে পারবেন না , জানানো হয়েছে স্পষ্টই । প্রশাসনের অভিযোগ , এই ধরনের বিজ্ঞাপন ‘ সামাজিক শালীনতা ’ – র পরিপন্থী । এই কাজ ইরানের নারীদের মূল্যবোধকে আঘাত করছে বলেও দাবি করা হয়েছে ইরান সরকারের পক্ষ থেকে । সূত্রের খবর ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে সে দেশের সংস্কৃতি মন্ত্রক । মহিলাদের বিজ্ঞাপনে অংশ নিতে নিষেধ করা নিয়ে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন অভিনয় শিক্ষা প্রতিষ্ঠানেও । এই ঘটনাকে ঢাল করে ইরানের কট্টরপন্থী সরকার আদতে মহিলাদের হিজাবের ব্যবহার নিয়ে আরও কড়া হতে চাইছে বলেই ধারণা এ দেশের রাজনৈতিক মহলের ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

13 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

13 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

13 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

13 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago