এবার খোদ মুসলিম দেশেই হিজাব বিরোধী প্রতিবাদ দেখা গেল । দেশটি হলো ইরান , যার ৯৯ শতাংশ নাগরিক মুসলিম এবং শিয়াদের প্রধান দেশ এটি । ১৯৭৯ তে ইসলামি বিপ্লব সফল হলে মহিলা ও মেয়েদের প্রতি নির্দেশ দেওয়া হয় হিজাব না পরে বাড়ির বাইরে যাওয়া যাবে না । সেই থেকে ৪৩ বছর হলো ইরানের মেয়ে এবং মহিলারা বাধ্য হচ্ছে হিজাব পরতে । কারণ ইসলামি শাসকরা এটা চাপিয়ে দিয়েছে মহিলা ও মেয়েদের সম্মতি না নিয়ে । উগ্ররক্ষণশীল মৌলবিদের প্রিয় রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মতে , ওই মেয়ে বা মহিলারা হিজাব খুলে ফেলছে প্রতিবাদের অংশ রূপে । এটা তাদের সংগঠিত নৈতিক দুর্নীতি ।
সরকার ১২ জুলাইকে হিজাব ও মহিলা , মেয়েদের নৈতিক দিবস বলেছে । গতকাল যখন তারা জনসমক্ষে হিজাব খুলেছে , প্রতিবাদের অংশরূপে , তখন পুরুষরা সমর্থন জানিয়েছে । শুধু তাই নয় , মহিলারা তাদের হিজাব তথা মাথা ও মুখের ঢাকনা খোলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে।
ইরানের অধিকারবাদী গোষ্ঠীগুলো মহিলাদের আর্জি জানিয়েছে গতকাল জনাকীর্ণ স্থানে হিজাব খুলতে ।
ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মসিহ আলি নেজাদ বলেন , মহিলারা মৌলবিদের দ্বারা পুরুষতন্ত্রের মুঠোয় রয়েছে । এখান থেকে নিস্কৃতি চায় ইরানের মহিলারা । ইরান জুড়ে তারা ‘ নো টু হিজাব ‘ আন্দোলনে নেমেছে । এটা হচ্ছে ইরানের নারী বিপ্লব । কয়েকজন হিজাব বিরোধী মহিলা গ্রেপ্তার হয়েছেন । ইসলামি বিপ্লব পূর্বকালে ইরানে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক ছিল না।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…