ইসকনের রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে!!

 ইসকনের রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। রথযাত্রার দিন ভাই বলদেব ও বোন সুভদ্রা কে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ দেব। এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথ বের হয় নগর দর্শনে। প্রথমটিতে থাকেন বলদেব। দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা। এই দিনে দেবতাদের রথে বসিয়ে মামা বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়। হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান ও এই সময়ে চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
রথযাত্রার কে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সারা ফেলেছে ইসকনের রথ। এবছর ইসকনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই সাতদিন অবস্থান করবে। সেখানে বসবে ধর্মীয় মেলা। প্রস্তুতি চলছে রথ তৈরির। ইসকন মিশনের মহারাজ জানান প্রশাসনের নির্দেশিকা মেনে এ বছর তৈরি হচ্ছে তাদের রথ। কোন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে। পাশাপাশি ভক্তবৃন্দদের এ রথযাত্রা উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.