ইসরোর আরও এক সাফল্য!!

 ইসরোর আরও এক সাফল্য!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-স্বাধীনতা দিবসের পর দিনই ১৬ আগস্ট ভারতের মহকাশ গবেষণার ইতিহাসে যুক্ত হলো আরও একটি সফল্যের মুকুট। এদিন শ্রীহরিকোটা মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর নতুন মিশন SSLV-D3। মাত্র ১৩ মিনিটের মধ্যেই কক্ষপথে যথাযথভাবে জায়গা করে নিয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট। চলতি বছরে এনিয়ে তিনবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরো। SSLV-D3 এর প্রোগ্রামে অন্তর্ভুক্ত আছে EOS-08 স্যাটেলাইট, যেটি নানাভাবে পৃথিবীর ছবি তোলা এবং নজরদারির কাজ করবে। তার সঙ্গে রয়েছে SR-0 ডেমোস্যাট প্যাসেঞ্জার স্যাটেলাইট।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.