ইসরোর বাণিজ্যিক স্যাটেলাইট পাড়ি দেবে আজ

 ইসরোর বাণিজ্যিক স্যাটেলাইট পাড়ি দেবে আজ
এই খবর শেয়ার করুন (Share this news)

সবচেয়ে ভারী রকেট এলভিএমথ্রি – এমটু-তে চাপিয়ে ৩৬টি ব্রডব্যাণ্ড কমিউনিকেশন স্যাটেলাইটকেকক্ষপথে প্রেরণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই প্রথম বাণিজ্যিক উড়ান ভরতে চলেছে ইসরোর কোনও রকেট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্রে
ইতিমধ্যেই এই লক্ষ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার বেলা ১২টা বেজে ৭ মিনিট নাগাদ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি জমাবে ৪৩.৭ মিটার লম্বা রকেটটি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.