Categories: Uncategorized

ইয়ং ব্লাডের বিরুদ্ধে বড় জয় শান্তিনিকেতনের

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বরাব সাহানি স্পিন ছোবলে কুপোকাত ইয়ং ব্লাড ক্লাব । এক ম্যাচ বাদে জয়ে ফিরে এল শান্তিনিকেতন । আগের বৃষ্টিবিঘ্নিত কারণে ঐকতান ক্লাবের সঙ্গে ম্যাচে পয়েন্ট ভাগ করতে হয়েছিল শান্তিনিকেতনকে । আজ ইয়ং ব্লাড ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে । ছৈলেংটাস্থিত খাগড়াহুড়া হাই স্কুল মাঠে এ দিন লংতরাইভ্যালি সিনিয়র ক্লাব ক্রিকেটের এক ম্যাচ শান্তিনিকেতন ৯১ রানের বড় জয় পায় । হারিয়ে দেয় ইয়ং ব্লাড ক্লাবকে । ম্যাচে শান্তিনিকেতন সংঘ প্রথম ব্যাট করে ১৭.৫ ওভারে মাত্র ১০৮ রানই তুলতে পারে । এর জবাবে ইয়ং ব্লাড ক্লাবের ইনিংস ৬.১ ওভারে মাত্র ১৭ রানেই লুটিয়ে পড়ে । এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সর্বনিম্ন দলগত স্কোর এই ১৭ রানই । স্বরাব সাহানির ( ৩-০-৬ ৬ ) দুর্দান্ত বোলিংয়ের কাছেই এ দিন। সহজ আত্মসমর্পণ করে ইয়ং ব্লাডরা । এর আগে সকালে শান্তিনিকেতন সংঘ টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রতিপক্ষের মারাত্মক বোলিংয়ের সামনে শান্তিনিকেতন ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় ।

তার মধ্যেই ওপেনার অভিজিৎ দাস ৮ বলে ২০ ( ২ × ৪ , ২ × ৬ ) স্বরাব সাহানি ১৮ বলে ২০ ( ১ × ৪ , ১ × ৬ ) ও বিকাশ চাকমার ২০ বলে ১৩ ( ১ × ৪ ) এবং রিন্টু চাকমার ১৩ বলে ১৭ ( 8×8 ) ও অতিরিক্ত ১৮ রান সুবাদে ১৭.৫ ওভারে ১০৮ রানই তুলতে সক্ষম হয় । ৯০/৫ রান থেকে ১০৮ সব উইকেট হারিয়ে বসে শান্তিনিকেতন । মুকেশ মারাক ( ৩-০ ১০-২ ) , দেবাশিস মারাক ( ২.৫-০- ১৫-৩ ) ভালো বোলিং করে । একটা করে উইকেট পায় আর্জু দেববর্মা , রাজেশ চাকমা , সোহেল চাকমা ও অমৃত দাস । ম্যাচ জেতার জন্য দরকার ১০৯ রান । সহজ লক্ষ্যই ছিল । কিন্তু শান্তিনিকেতন বোলারদের মারাত্মক বোলিংয়ের সামনে ইয়ং ব্লাড ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ।স্কোর বোর্ডে দুই অঙ্কের রান পৌঁছানোর আগে সাত উইকেট হারিয়ে বসে । ৪ ওভারে দলের স্কোর পৌঁছে ১০। উইকেটের পতন ৮। শেষ পর্যন্ত মাত্র ৬.১ ওভার খেলার ফাঁকে ইয়ং ব্লাড ক্লাবের ইনিংস তাসের ঘরের্ মতো ভেঙে পড়ে । মাত্র ১৭ রানই তুলতে পারে দল । দলের পক্ষে সর্বাধিক ৫ রান করে রাকেশ দাস । তারপরের সর্বাধিক রান ৪ করে সঞ্জয় মালাকার । রানের খাতা খুলতে পারেনি ৬ জন ব্যাটার । অতিরিক্ত ৫। শান্তিনিকেতন ৯১ রানের জয় পায় । বোলিংয়ে স্বরাব সাহানি ( ৩ ০-৬-৬ ) ছাড়াও কাজল সূত্রধর ( ৩-১- দা ১০-৩ ) সাফল্য পায় । রিন্টু চাকমার দখলে যায় এক উইকেট ।

Dainik Digital

Recent Posts

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

35 mins ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

42 mins ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

60 mins ago

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

23 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

23 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

24 hours ago