ই-অফিস নিয়ে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।
অনলাইন প্রতিনিধি :- ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে সোমবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নির্দেশে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ই-অফিস নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। মুখ্যসচিব জে কে সিন্হার পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন দপ্তরের সোশ্যাল মিডিয়া পরিচালন ব্যবস্থার বর্তমান স্থিতি এবং ই -অফিস রূপায়ণ নিয়ে আলোচনা হয়।মুখ্যসচিব জে কে সিন্হা প্রতিটি দপ্তরের সোশ্যাল মিডিয়াকে নিয়মিত আপ টু ডেট রাখার উপর গুরুত্বারোপ করেন।প্রতিটি দপ্তরের বিভিন্ন প্রকল্প সংবলিত তথ্য ফেসবুক, টুইটার, ইউ টিউব এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপলোড করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে মুখ্যসচিব নির্দেশ দেন। প্রতিটি দপ্তরে ই-অফিস ও সোশ্যাল মিডিয়া পরিচালন ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করার জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করার বিষয়ে সভায় আলোচনা হয়।সভায় মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব, অধিকর্তাগণ ও অন্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ডিজিটাল ভারত’ গড়ার স্বপ্নকে সফল করতে রাজ্য সরকার অজস্র পদক্ষেপ নিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ‘ডিজিটাল ত্রিপুরা’ গড়ে তুলতে কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এর রূপায়ণ চলছে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে ডিজিটাইজেশন করা হয়েছে, যাতে জনগণকে দ্রুত পরিষেবা প্রদান করা যায়।