দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || উগান্ডার এক যুবতীর রাজ্যে রহস্যজনক ভাবে আসাকে কেন্দ্র করে নারী পাচারের বড় ধরনের চক্রের হদিশ পেলো বিশালগড় থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ কুখ্যাত তিন নারী পাচারকারীকে জালে তুলেছে। আটক করেছে গাড়ি, উগান্ডার যুবতীর পাসপোর্ট, মোবাইল সহ আরও বেশ কিছু সামগ্রী। ধৃতরা হলো আরাবুল রহমান, ইদ্দিশ মিয়া এবং মামন মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি বিশালগড় রঘুনাথপুরে।
উল্লেখ্য, গত ৪ মে আফ্রিকার উগান্ডা নিবাসী এক যুবতীকে বাংলাদেশে পাচারের চেষ্টা করেছিলো ওই পাচারচক্রটি। কিন্তু ওই যুবতী কোনও ভাবে পালিয়ে বিশালগড় পুলিশের আশ্রয় নেয়। ত্রিপুরা ভ্রমণে আসা বিদেশিনীকে আগরতলা রেল স্টেশন থেকে এনে বিশালগড়ে আটকে রেখেছিল এই পাচার চক্রটি। মহিলার পাসপোর্ট, ব্যাগ, মোবাইল ফোন, পাচারকারীদের হেফাজতে ছিল। বিশালগড় মহিলা থানা প্রথমে মহিলার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা গ্রহণ করে। বর্তমানে উগান্ডার ওই যুবতী জেল হাজতে রয়েছে। মামলার তদন্তকারী অফিসার মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য পায়। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে বিশালগড়ে গড়ে উঠা আন্তর্জাতিক নারী পাচার চক্রের হদিশ পায়। অপরাধীদের চিহ্নিত করে অবশেষে শনিবার পাচারকান্ডে যুক্ত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের কাছ থেকে উগান্ডার যুবতীর পাসপোর্ট, ব্যাগ, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত মারুতি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান একটি পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। আরও কিছু তথ্য আসছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…