উচ্ছেদ নিয়ে তোপ দাগালেন শংকর!!
অনলাইন প্রতিনিধি:-এই সরকার মানুষের ভালোর জন্য নয়!! এই সরকার মানুষের ক্ষতি করছে! শহরে উচ্ছেদ অভিযান ঘিরে এই ভাবেই সরকারের বিরুদ্ধে তোপ তাগালেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত।
রাস্তা বড় করার লক্ষ্যে জি বি বাজার থেকে ৭৯ টিলা পর্যন্ত গত সোমবার রাতে পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।
বুধবার সকালে জিবি এলাকা পরিদর্শনে যান সিট্যুর রাজ্য সম্পাদক বাম নেতা শংকর প্রসাদ দত্ত। পুজোর আগে পুর নিগমের এই উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করে সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন। বলেন, বাম সরকারের আমলে রাজ্যে কোনও উচ্ছেদ অভিযান হয়নি।