উড়ে গেল রুশ ল্যান্ডার, মাত্র ১২ দিনেই ‘লুনা’ নামবে চাঁদে।

 উড়ে গেল রুশ ল্যান্ডার, মাত্র ১২ দিনেই ‘লুনা’ নামবে চাঁদে।
এই খবর শেয়ার করুন (Share this news)

যেমন কথা ছিল তাই হল। মস্কোর স্থানীয় সময় গুরুবার ভোররাতে সফল উৎক্ষেপণ হল ‘লুনা ২৫’ (ছবি) চন্দ্রযানের। রুশ মহাকাশ গবেষণা সং রসকসমস জানিয়েছে, মাত্র পাঁচদিনের মধ্যেই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে তাদের চন্দ্রযান। অবতরণ করবে সেই দক্ষিণ মেরুতেই, চাঁদের যে মেরুতে অবতরণ করবে ইসরোর চন্দ্রযান-৩। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে লুনা ২৫।অর্থাৎ দুই চন্দ্রযানই একই সময় চাঁদের মাঠিতে নামবে।তবে দুই চন্দ্রযানের ধাক্কা লাগবে না বলে আশ্বস্ত করেছে রসকমমস।ভারতের চন্দ্রযান উৎক্ষেপণের পর থেকে চাঁদের অবতরণ করতে যেখানে সময় নেবে ৪১ দিন,সেখানে রুশ ল্যান্ডার উৎক্ষেপণের পর থেকে চাঁদের মাটি স্পর্শ করতে সময় নেওয়ার কথা মাত্র ১২ দিন। ভারত-রাশিয়ার এই অঘোষিত টক্করে তাই প্রাথমিক ভাবে এগিয়ে রাশিয়াই। এই ফারাকের কারণ কী? মূল ফারাক প্রযুক্তিতে। কম খরচে অপেক্ষাকৃত বেশি পথ ঘুরে ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছবে। রাশিয়ার প্রযুক্তি অনেক উন্নত এবং বেশি ব্যয়সাপেক্ষ। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। কম জ্বালানি খরচ করে মাধ্যাকর্ষণের শক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইসরো। সেই কারণেই অভিযানে এত বেশি সময় লাগছে। সেখানে অধিক জ্বালানি খরচ করে সংক্ষিপ্ত পথেই চাঁদে পৌঁছবে লুনা-২৫। উৎক্ষেপণের পাঁচ দিনের মধ্যে, অর্থাৎ আগামী বুধবারই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে লুনা।তার পর সেই কক্ষপথ ধরে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছতে তার সময় লাগবে আরও পাঁচ থেকে সাত দিন। ইসরোর চন্দ্রযান-৩ গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফল ভাবে উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের কক্ষপথে পৌঁছেছে। দুই চন্দ্রযানের মধ্যে আরও ফারাক আকার ও ওজনে। ইসরোর ল্যান্ডার বিক্রমের ওজন ১,৭৫২ কেজি। রুশ ল্যান্ডারের ওজন মাত্র ৮০০ কেজি। আয়তনে একটি ছোট গাড়ির মতো। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে চন্দ্রযান-৩ গবেষণার জন্য নানা তথ্য সংগ্রহ করবে ১৪ দিন ধরে। রুশ ল্যান্ডার চাঁদে থাকবে অন্তত এক বছর। উভয় চন্দ্রযানেরই গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু, যা এখনও পর্যন্ত অনাবিস্তৃত। ফলে যে আগে সেই মাটিতে বিজয়চিহ্ন আঁকতে পারবে, তারই মাথায় বসবে ইতিহাসের মুকুট।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.