Categories: বিদেশ

উত্তপ্ত পাকিস্তান, সেনা নামাল শাহবাজ

এই খবর শেয়ার করুন (Share this news)

জমে উঠেছে প্রাক্তন বনাম বর্তমানের লড়াই । ইসলামাবাদে পা রাখতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রুখতে সেনা পাঠিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইমরান খানের সভা ও মিছিল ঘিরে বুধবার থেকেই অশান্তির আগুন ছড়িয়েছে পাকিস্তানে ।জায়গায় জায়গায় পাকিস্তান তেহরিক – ই – ইনসাফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের । শান্তি বজায় রাখতে লাঠি চার্জ , কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ । পঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে কার্ফুও । এরইমাঝে বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদে পৌঁছন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি বিক্ষোভ মিছিল শুরু করার সঙ্গে সঙ্গেই সরকারের তরফেও সেনা মোতায়েন করা হয় রেড জোনে । বর্তমান সরকারের বিরোধিতা করেই দ্রুত নির্বাচনের দিন ঘোষণার দাবিতে আজাদি মিছিলের ডাক দিয়েছে ইমরান খান । বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিটিআই সমর্থকরা মিছিল শুরু করার পরই দফায় দফায় সংঘর্ষ বাধে ।

ইসলামাবাদ , রাওয়ালপিন্ডি , করাচি , লাহোর , খাইবার পাখুনখাওয়া সহ একাধিক জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ে । ইসলামাবাদের বাইরেই আটকে দেওয়া হয় ইমরান খানকে। তবে বৃহস্পতিবার সকালেই এক প্রকার জোর করে ইসলামাবাদে প্রবেশ করে ইমরান । আজই রেড জ়োনে তাঁর বক্তব্য রাখার কথা । উল্টোদিকে ইসলামাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে , ওই অঞ্চলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । যদি কেউ প্রবেশ করে , তাদের উপরে শক্তি প্রয়োগ করা হবে । এ দিন সকালে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ সরকারের নির্দেশিকা টুইটারে পোস্ট করে লেখেন , “ দেশের রাজধানী ইসলামাবাদে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সংবিধানের ২৪৫ নং অনুচ্ছেদ অনুযায়ী শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে ।

ফলে সেনা মোতায়েন করা হচ্ছে । ”পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর , পাকিস্তান সরকার রেড জোনে সেনা মোতায়েন করেছে । ওই অঞ্চলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট , পার্লামেন্ট হাউস, প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে।সেগুলিকে সুরক্ষিত রাখতেই সেনা মোতায়েন করা হয়েছে । বুধবারই ইমরান খান সাফ জানিয়ে দেন যে , যতক্ষণ না শরিফ সরকার নতুন নির্বাচনের দিন ঘোষণা করছে, ততক্ষণ অবধি পিটিআই সমর্থকরা ডি – চক ছেড়ে যাবেন না । সাধারণ মানুষকেও পথে নেমে নিজের অধিকারের জন্য লড়াই করার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী । বর্তমান সরকারের তরফে ইমরান খানের মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলেও , বুধবারই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং ধর্নায় বসার অনুমতিও দেয় । ফলে জমে উঠেছে প্রাক্তন ও বর্তমানের লড়াই।

Dainik Digital

Recent Posts

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

1 hour ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

1 hour ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

2 hours ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

2 hours ago

দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কৈলাসহর বিমানবন্দর চালু করার দাবি উঠলো!!

অনলাইন প্রতিনিধি :-জনগণের দাবিবর্তমান পরিস্থিতিতে কৈলাসহর বিমানবন্দর চালু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে যেখানে ভারতের…

2 hours ago

নতুন করে চার মামলায় গ্রেপ্তার চিন্ময় প্রভু!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

2 hours ago