জমে উঠেছে প্রাক্তন বনাম বর্তমানের লড়াই । ইসলামাবাদে পা রাখতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রুখতে সেনা পাঠিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইমরান খানের সভা ও মিছিল ঘিরে বুধবার থেকেই অশান্তির আগুন ছড়িয়েছে পাকিস্তানে ।জায়গায় জায়গায় পাকিস্তান তেহরিক – ই – ইনসাফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের । শান্তি বজায় রাখতে লাঠি চার্জ , কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ । পঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে কার্ফুও । এরইমাঝে বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদে পৌঁছন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি বিক্ষোভ মিছিল শুরু করার সঙ্গে সঙ্গেই সরকারের তরফেও সেনা মোতায়েন করা হয় রেড জোনে । বর্তমান সরকারের বিরোধিতা করেই দ্রুত নির্বাচনের দিন ঘোষণার দাবিতে আজাদি মিছিলের ডাক দিয়েছে ইমরান খান । বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিটিআই সমর্থকরা মিছিল শুরু করার পরই দফায় দফায় সংঘর্ষ বাধে ।
ইসলামাবাদ , রাওয়ালপিন্ডি , করাচি , লাহোর , খাইবার পাখুনখাওয়া সহ একাধিক জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ে । ইসলামাবাদের বাইরেই আটকে দেওয়া হয় ইমরান খানকে। তবে বৃহস্পতিবার সকালেই এক প্রকার জোর করে ইসলামাবাদে প্রবেশ করে ইমরান । আজই রেড জ়োনে তাঁর বক্তব্য রাখার কথা । উল্টোদিকে ইসলামাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে , ওই অঞ্চলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । যদি কেউ প্রবেশ করে , তাদের উপরে শক্তি প্রয়োগ করা হবে । এ দিন সকালে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ সরকারের নির্দেশিকা টুইটারে পোস্ট করে লেখেন , “ দেশের রাজধানী ইসলামাবাদে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সংবিধানের ২৪৫ নং অনুচ্ছেদ অনুযায়ী শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে ।
ফলে সেনা মোতায়েন করা হচ্ছে । ”পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর , পাকিস্তান সরকার রেড জোনে সেনা মোতায়েন করেছে । ওই অঞ্চলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট , পার্লামেন্ট হাউস, প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে।সেগুলিকে সুরক্ষিত রাখতেই সেনা মোতায়েন করা হয়েছে । বুধবারই ইমরান খান সাফ জানিয়ে দেন যে , যতক্ষণ না শরিফ সরকার নতুন নির্বাচনের দিন ঘোষণা করছে, ততক্ষণ অবধি পিটিআই সমর্থকরা ডি – চক ছেড়ে যাবেন না । সাধারণ মানুষকেও পথে নেমে নিজের অধিকারের জন্য লড়াই করার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী । বর্তমান সরকারের তরফে ইমরান খানের মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলেও , বুধবারই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং ধর্নায় বসার অনুমতিও দেয় । ফলে জমে উঠেছে প্রাক্তন ও বর্তমানের লড়াই।
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…
অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…
অনলাইন প্রতিনিধি :-জনগণের দাবিবর্তমান পরিস্থিতিতে কৈলাসহর বিমানবন্দর চালু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে যেখানে ভারতের…
অনলাইন প্রতিনিধি :-পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে…