উত্তরপ্রদেশের কাছেও জঘন্য পরাজয় ত্রিপুরার।।
অনলাইন প্রতিনিধি :-রাঁচিতে অনূর্ধ্ব ১৯ জুনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে রাজ্যদলের পরাজয় অব্যাহত থাকল। হায়দ্রাবাদ, তামিলনাড়ুর কাছে বিশ্রী পরাজয়ের পর মাঝে অরুণাচলের বিরুদ্ধে জয় পেলেও পরের ম্যাচেই সেই চেনা পরাজয়ের গলিতেই ফিরে আসে রাজ্য দল।আজ নিজেদের চতুর্থ ম্যাচে রাজ্যদল উত্তর প্রদেশের কাছে ৯ উইকেটে পরাজিত হয়।জঘন্য ব্যাটিং ব্যর্থতায় রাজ্যদল ২০ ওভারে মাত্র ৫৬ রানই তুলতে পারে ৮ উইকেট হারিয়ে।
এর জবাবে উত্তর প্রদেশ ৭.৩ ওভার খেলে ৭৫ বল বাকি থাকতেই এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ইন্দোরে একদিনের টুর্নামেন্টের মত রাচিতেও রাজ্য জুনিয়র মহিলা দল একই ছন্দে রয়েছে। একদিনের টুর্নামেন্টে চারটি ম্যাচ হেরে ফিরে ছিল।এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ওই একই সংখ্যক পরাজয়ের গ্লানি নিয়েই ঘরে ফিরবে শ্রাবনী দেবনাথের মেয়েরা। আজ ত্রিপুরা দল প্রথম ব্যাটিং-এর সুযোগ পায়। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রেশমী নোয়াতিয়া (শূন্য) আউট। অধিনায়িকা রূপালী দাস ১৭ বল খেলে ৪ রান করে ফিরে। প্রিয়া সরকার, অস্মিতা দাসের সঙ্গে জুটি বাঁধলে দলীয় স্কোরে চৌদ্দ রান যোগ হয়। প্রিয়া সরকার (চার) (২৭/৩)। ওই একই স্কোরে অন্তরাণী নোয়াতিয়াও উইকেট দিয়ে সাজ ঘরে ফিরে।ক্রিজে অস্মিতা ও পায়েল নম: জুটি বাঁধে।এই জুটিতে দলীয় স্কোর ২৭/৪ থেকে ৫১/৫ উঠে।অস্মিতা ভালই খেলছিল।কিন্তু সম্পদা দিক্ষিতের বলে আউট হয়ে যায়।৫৫ বলে ২৪ (৩×৪) রানে আউট হয়। চার রান যোগ হতেই অস্মিতার পেছনে পায়েল নম:ও ১৫/১৫। ৩×০ ফিরে আসে। ৫৫/৬। এরপর এই ৫৫ রানেই আরও দুইজন আউট হয়ে যায়।ভূমিকা নায়েক (শূন্য), রিফু দেববর্মা (শূন্য)।শেষ পর্যন্ত কুড়ি ওভারে ৫৬/৮ থামে ত্রিপুরার সংগ্রামী ব্যাটিং।উত্তর প্রদেশের পক্ষে ফালক নাজ (৪-০-৮-৩), সুপ্রিয়া আয়েলা (৪-০-১০-২) ভাল বোলিং করে।ম্যাচ জেতার জন্য দরকার উত্তর প্রদেশের দরকার ১২০ বলে মাত্র ৫ রান। সন্ধদা দিক্ষিত (২০) ও পারসভি চোপড়া (২৭), ওপেনিং জুটিতে ৪১ রান করে। এই জুটি ভাঙ্গে মিনতি বিশ্বাস। এরপর রমাকে (আট) নিয়ে সম্পদা দলকে ৭.৩ ওভারেই জয়ে পৌঁছে দেয়। ৯ উইকেটে বড় জয় পায় উত্তর প্রদেশ।