গত সাতবছরে উল্লেখযোগ্য সাফল্য, রাজ্যে উদ্যানজাত চাষে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা, দাবি রতনের!!
উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত ২৭!!

অনলাইন প্রতিনিধি :-উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ভিড়ের চাপে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি ভক্ত। জানা যায়,সিকান্দরারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গে এক ধর্মগুরুর বক্তৃতার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে সেখানে একটি বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছিল। তখনই দুর্ঘটনা ঘটে। পদপিষ্ঠ হন অসংখ্য মানুষ।তাদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা। ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন মহিলা ও শিশুরাও।