উত্তরে কংগ্রেসের কর্মসূচি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, ধর্মনগর।। কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে মঙ্গলবার তিনদিনের উত্তর জেলা সফরে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস সাহা। এদিন সকালে পানিসাগর কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক বৈঠক শেষে তারা আসেন ধর্মনগরে। ধর্মনগর কৃষ্ণপুর এলাকা থেকে এক বাইক র্যালির মাধ্যমে তাদেরকে ধর্মনগরে স্বাগত জানায় স্হানীয় কংগ্রেস নেতৃত্বরা। মঙ্গলবার বিকালে চুরাইবাড়িতে এক যোগদান সভা করবেন তারা। বুধবার বাগবাসা এলাকায় কর্মীসভার পাশাপাশি ধর্মনগরে একটি যোগদান সভা রয়েছে। মূলত আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলায় জোর প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস দল।