অম্বিকার চমৎকার ব্যাটিং ও শিউলি চক্রবর্তীর চমৎকার অলরাউণ্ড পারফরম্যান্স সৌজন্যে উদয়পুরের বিরুদ্ধে ছয় উইকেটের বড় জয় তুলে নিলেও রানরেইটে তেলিয়ামুড়ার কাছে হেরে গেল বিশালগড়।যে কারণে আজ উদয়পুরকে হারালেও সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল শিউলি চক্রবর্তীদের। ডি গ্রুপে তিন খেলায় দুই জয় এবং চার পয়েন্ট নিয়ে এবারের মতো রাজ্যভিত্তিক সিনিয়র মহিলাদের টি- ২০ ক্রিকেট গ্রুপ লীগ থেকেই শেষ করলো বিশালগড় ও উদয়পুর। তবে গতকাল পর্যন্ত যে দলটি রানরেইটে কাছাকাছি থাকা দুই প্রতিপক্ষ মহকুমা দল তেলিয়ামুড়া ও বিশালগড় থেকে এগিয়েছিল, আজ সেই উদয়পুর দল গুরুত্বপূর্ণ ম্যাচে বিশালগড়ের বিরুদ্ধে ব্যাট হাতে মাত্র ৮৯ রানই তুলতে পারে। বিশালগড় অবশ্য ১০.৩ ওভারে চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।জিতেও তেমন লাভ হয়নি বিশালগড়ের। রানরেইটে গ্রুপের এক নম্বর দল হয়ে সেমিফাইনালে উঠে যায় তেলিয়ামুড়া। আজ উদয়পুর প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানই তুলতে পারে। দলীয় ইনিংসে পুষ্পরাধা জমাতিয়া ২৯ (৫২) (২×৪), এঞ্জেল পাল ১৭ (৩২) (২×৪), পূজা দাস ১৮
(১৯) রান করে। অতিরিক্ত ১৪। বোলিংয়ে শিউলি চক্রবর্তী (৪-০-১৯- ৩), অস্মিতা দাস (২-০-৭-১) নজর কাড়ে। ম্যাচ জেতার জন্য দরকার ১২০ বলে মাত্র ৯০ রান। বিশালগড়ের শুরুটা যদিও ভালো হয়নি। ইন্দ্ররাণী জমাতিয়া ৪ (৪) পূজা দাসের বলে দলীয় মাত্র ১০ রানেই আউট হয়ে যায়। রুম্পা সিং (৬) দ্রুত ফেরে। তবে অম্বিকা দেবনাথ ক্রিজে দলকে টেনে নিয়ে যেতে থাকে। ২৬ বলে ৪২ রান করে অম্বিকা রান আউট হয়। তার ইনিংসে ছয়টি চার ছিল। অধিনায়িকা শিউলি চক্রবর্তী ১৫ বলে ২৯ (৩×৪) আউট হলে সুরভি রায় (৪) ও পায়েল নম: (১) দলকে জয়ে ৯০/৪ পৌঁছে দেয়। ৬ উইকেটের জয় পায় বিশালগড় ৷ পূজা দাস (৩.৩-০-২৯- ২) সফল বোলার ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…