উদ্ধার সোনার চেইন, আটক চোর!!
অনলাইন প্রতিনিধি :-উদয়পুর সেন্ট্রাল রোডস্থিত স্বর্ণকমল জুয়েলার্স থেকে সোনার চেইন চুরি ঘটনায় কাকড়াবন থানার অন্তর্গত আমতলী থেকে গ্রেপ্তার অভিযুক্ত। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনার চেইন।সিসি ক্যামেরা ধরা পরে সেই চুরির দৃশ্য। থানায় অভিযোগ জমা হতেই আর কে পুর থানার পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার গভীর রাতে কাকড়াবন থানার অন্তর্গত আমতলী এলাকার নিজ বাড়ি থেকেই এই চুরির ঘটনার সাথে যুক্ত মূল অভিযুক্ত রশিদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকেই চুরি হওয়া সোনার চেইন উদ্ধার করা হয়।