অনলাইন প্রতিনিধি :-সময়ের সাথে সাথে আরও কঠিন হয়ে উঠছে পানিসাগরের পেকুছড়াতে আগত উদ্বাস্তু পরিবার গুলোর অবস্থা। আজ প্রায় পাঁচ দিন অতিক্রান্ত অথচ এখন অব্দি সরকারের তরফে তাদের পুনর্বাসনের কোন ব্যবস্থা করা হলো না । অপর দিকে প্রতিদিন এই এলাকায় দলে দলে উদ্বাস্তুদের ঢল নামছে। গত শনিবার প্রথম পানিসাগরের এই পেকুছড়ায় পাচ নং ওয়ার্ডে ১৪ টি পরিবার এসেছিল। তার পরের দিন ২৭ টি পরিবার । এরপর ক্রমে বাড়তে বাড়তে বর্তমানে সেখানে শতাধিক পরিবার স্থান নিয়েছে। প্রতিটি পরিবার শরণার্থীর মত খোলা আকাশের নিচেই বসবাস করছে। বনদপ্তরের জায়গা দখল করে নেওয়ায় বুধবার এই জায়গা পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য বন সংরক্ষণ অর্থাৎ পিসিসিএফ আধিকারিক এ এম কানপডে। উনার সঙ্গে ছিলেন উত্তর জেলা বন আধিকারিক সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকরা। অবশেষে কিছু না বলেই বেরিয়ে যান।
এদিকে উদ্বাস্তু পরিবারের তরফে জানানো হয়েছে রাতের আধারে প্রচন্ড মশার কামড়ে অভুক্ত থেকে অনেকে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন । অথচ সরকারের তরফে এখনো তাদের কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না। বরং বনদপ্তর তাদের পানীয় জলসহ বিভিন্ন জিনিস এলাকায় ঢুকতে বাধা দিচ্ছে। পাশাপাশি আরও প্রশ্ন উঠেছে একই এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বহু পরিবার দীর্ঘদিন যাবৎ বনদপ্তরের ভূমি দখল করে বসবাস করছে। তাদের বনদপ্তর থেকে উচ্ছেদ করা হচ্ছে না। অথচ কাঞ্চনপুর ,পানিসাগর সহ বিভিন্ন জায়গা থেকে আগত উদ্বাস্তুদের বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…