উদ্বোধনের অপেক্ষায় আখাউড়া-আগরতলা রেল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর উদ্বোধন হবে আখাউড়া -আগরতলা রেলপথ। নির্মান কাজ শেষ পর্যায়ে। উদ্বোধনকে সামনে রেখে এখন চলছে ফিনিশিং কাজ। শনিবার দুপুরে কাজের অগ্রগতি দেখে গেলেন বাংলাদেশ রেলওয়ের উর্ধতন আধিকারকরা। তারা স্থানীয় প্রশাসন, বিজিবি, পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। গঙ্গাসাগরে টেক্সট মাই কোর সাইড অফিসে চলে এই বৈঠক।


বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার, বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী ও আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, নয়াদিল্লির টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বাংলাদেশ প্রধান শরৎ শর্মা সহ রেলওয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পরে রেলের পদস্থ অধিকারী গ্যাং কারে করে গঙ্গাসাগর থেকে সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত পরিদর্শন করেন ।
আখাউড়া-আগরতলা রেলপথের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া। তিনি বলেন, কাজ একদম শেষ পর্যায়ে। এখন চূড়ান্ত ফিনিশিং চলছে। কাস্টমস এবং ইমিগ্রেশন ভবনের কাজও শেষের দিকে। তিনি বলেন, আমরা আশা করছি শীঘ্রই এই প্রকল্পের উদ্বোধন হবে।
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বাংলাদেশ প্রধান শরৎ শর্মা বলেন, ট্রেন চলাচলের জন্য রেলরুট প্রস্তুত আছে। বাকি কাজ উদ্বোধনের পরও করা যাবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

6 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

6 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

7 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago