অনলাইন প্রতিনিধি :- রবিবাসরীয় ছুটির দিনে পুরানো জেল মাঠ তথা অধুনা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন মাঠে বসছে একদিনের আন্তঃ মহকুমা সেভেন-এ সাইড এক প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আসর।এর আয়োজক আগরতলা প্রেস ক্লাব। সকাল সাড়ে নয়টায় বার্তাজীবীদের একদিনের এই জমজমাট সেভেন-এ সাইড আন্তঃ মহকুমা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধক রাজ্যের প্রাক্তন কোচ বিমল কুমার রায় চৌধুরী, প্রধান অতিথি টিএফএর সভাপতি প্রণব সরকার। উপস্থিত থাকবেন প্রেস ক্লাব স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ।আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী, সচিব রমাকান্ত দে সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত থাকবেন। ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আগরতলা প্রেস ক্লাব বি দল ও খুমুলুও প্রেস ক্লাব। দ্বিতীয় খেলায় লড়বে উদয়পুর প্রেস ক্লাব ও আগরতলা প্রেস ক্লাব এ দল। তৃতীয় ম্যাচে লড়বে খোয়াই প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব। চতুর্থ কোঃ ফাইনাল ম্যাচে লড়বে ধর্মনগর ও বিলোনীয়া প্রেস ক্লাব। প্রথম রাউণ্ডের কোঃ ফাইনালে ম্যাচগুলির শেষে দুপুর বারোটা থেকে পরপর দুটি সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে তিনটায় হবে ফাইনাল ম্যাচ। কোনও ম্যাচ নির্ধারিত সময়ে শেষ অর্থাৎ ফয়সালা না হলে টাইব্রেকার হবে। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স দলকে আর্থিক পুরস্কার দেওয়া মানাস পুরস্কার দেওয়া হবে। এছাড়াও থাকছে মাঠে ক্রীড়া নৈপুণ্যের জন্য ব্যক্তিগত পুরস্কার। বিনোদনমূলক এই ফুটবল টুর্নামেন্টে সবার উপস্থিতি কামনা করেছেন স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে।
অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…
আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…
অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…
অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…
অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…
অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…