অনলাইন প্রতিনিধি :- রবিবাসরীয় ছুটির দিনে পুরানো জেল মাঠ তথা অধুনা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন মাঠে বসছে একদিনের আন্তঃ মহকুমা সেভেন-এ সাইড এক প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আসর।এর আয়োজক আগরতলা প্রেস ক্লাব। সকাল সাড়ে নয়টায় বার্তাজীবীদের একদিনের এই জমজমাট সেভেন-এ সাইড আন্তঃ মহকুমা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধক রাজ্যের প্রাক্তন কোচ বিমল কুমার রায় চৌধুরী, প্রধান অতিথি টিএফএর সভাপতি প্রণব সরকার। উপস্থিত থাকবেন প্রেস ক্লাব স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ।আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী, সচিব রমাকান্ত দে সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত থাকবেন। ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আগরতলা প্রেস ক্লাব বি দল ও খুমুলুও প্রেস ক্লাব। দ্বিতীয় খেলায় লড়বে উদয়পুর প্রেস ক্লাব ও আগরতলা প্রেস ক্লাব এ দল। তৃতীয় ম্যাচে লড়বে খোয়াই প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব। চতুর্থ কোঃ ফাইনাল ম্যাচে লড়বে ধর্মনগর ও বিলোনীয়া প্রেস ক্লাব। প্রথম রাউণ্ডের কোঃ ফাইনালে ম্যাচগুলির শেষে দুপুর বারোটা থেকে পরপর দুটি সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে তিনটায় হবে ফাইনাল ম্যাচ। কোনও ম্যাচ নির্ধারিত সময়ে শেষ অর্থাৎ ফয়সালা না হলে টাইব্রেকার হবে। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স দলকে আর্থিক পুরস্কার দেওয়া মানাস পুরস্কার দেওয়া হবে। এছাড়াও থাকছে মাঠে ক্রীড়া নৈপুণ্যের জন্য ব্যক্তিগত পুরস্কার। বিনোদনমূলক এই ফুটবল টুর্নামেন্টে সবার উপস্থিতি কামনা করেছেন স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…