Categories: খেলা

উদ্যোক্তা আগরতলা প্রেস ক্লাব, জেল মাঠে একদিনের আন্তঃ মহকুমা ফুটবল মিট।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রবিবাসরীয় ছুটির দিনে পুরানো জেল মাঠ তথা অধুনা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন মাঠে বসছে একদিনের আন্তঃ মহকুমা সেভেন-এ সাইড এক প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আসর।এর আয়োজক আগরতলা প্রেস ক্লাব। সকাল সাড়ে নয়টায় বার্তাজীবীদের একদিনের এই জমজমাট সেভেন-এ সাইড আন্তঃ মহকুমা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধক রাজ্যের প্রাক্তন কোচ বিমল কুমার রায় চৌধুরী, প্রধান অতিথি টিএফএর সভাপতি প্রণব সরকার। উপস্থিত থাকবেন প্রেস ক্লাব স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ।আগরতলা প্রেস ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী, সচিব রমাকান্ত দে সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত থাকবেন। ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আগরতলা প্রেস ক্লাব বি দল ও খুমুলুও প্রেস ক্লাব। দ্বিতীয় খেলায় লড়বে উদয়পুর প্রেস ক্লাব ও আগরতলা প্রেস ক্লাব এ দল। তৃতীয় ম্যাচে লড়বে খোয়াই প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব। চতুর্থ কোঃ ফাইনাল ম্যাচে লড়বে ধর্মনগর ও বিলোনীয়া প্রেস ক্লাব। প্রথম রাউণ্ডের কোঃ ফাইনালে ম্যাচগুলির শেষে দুপুর বারোটা থেকে পরপর দুটি সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে তিনটায় হবে ফাইনাল ম্যাচ। কোনও ম্যাচ নির্ধারিত সময়ে শেষ অর্থাৎ ফয়সালা না হলে টাইব্রেকার হবে। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স দলকে আর্থিক পুরস্কার দেওয়া মানাস পুরস্কার দেওয়া হবে। এছাড়াও থাকছে মাঠে ক্রীড়া নৈপুণ্যের জন্য ব্যক্তিগত পুরস্কার। বিনোদনমূলক এই ফুটবল টুর্নামেন্টে সবার উপস্থিতি কামনা করেছেন স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

9 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago