নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
উদয়পুরে দুঃসাহসিক চুরি!!
দৈনিক সংবাদ অনলাইন।। আবারো এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো মন্দির নগরী উদয়পুরে। গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
ঘটনার বিবরণে জানা যায়, রাধাকিশোরপুর থানাধীন পশ্চিম ছাতারিয়া এলাকার বাসিন্দা কাজল দাসের বাড়িতে গত সোমবার রাতে সংঘটিত হয় এই চুরির কান্ড। এদিন বাড়ির মালিক অসুস্থ জনিত কারণে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফলে বাড়ির সকলেই কাজল বাবুর চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন। এমনকি বাড়ির সকলেই এদিন আগরতলায় ছিলো।
বাড়ির সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল এ কান্ডটি সংঘটিত করে। পরে বাড়ি এসে এই কান্ড দেখে হতবাক সকলেই। হতবাক পাড়া পড়শিও। খবর পেয়ে আর কে পুর থানার একটি বিশেষ টিম ছুটে যায় ঐ বাড়িতে। পরবর্তীতে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, আর কে পুর থানার ওসি বাবুল দাস। নিয়ে যাওয়া হয় বিশেষ ফরেনসিক টিম ও ডগ স্কোয়ার্ড। কিন্তু এখনো কেনও হদিশ পাওয়া যায়নি। আর এই ঘটনায় এদিন চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়ে।