উদয়পুরে পুরানো জগন্নাথ মন্দিরের একাংশ ভেঙে পড়লো!!

 উদয়পুরে পুরানো জগন্নাথ মন্দিরের একাংশ ভেঙে পড়লো!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ধসে পড়ছে মন্দির।একবার নয়। একাধিকবার।বৃষ্টির চাপে ক্রমশ খসে পড়ছে রাজন্য আমলের পুরাতন জগন্নাথ মন্দির।পাথরের তৈরি নির্মিত এই প্রাচীন মন্দির এখন ঝুঁকির সম্মুখীন।যে কোনও সময় ধসে পড়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে।বুধবার দুপুরে লাগাতার বৃষ্টির ফলে পুরাতন এই মন্দিরের পাথর ধসে পড়ার বিকট শব্দে একপ্রকার চাঞ্চাল্য সৃষ্টি হয়েছে।উদয়পুর জগন্নাথ দীঘির দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই জগন্নাথ মন্দির।
উদয়পুরের পুরাতন জগন্নাথ মন্দিরটি শ্লেট পাথরে তৈরি। ভারতের উত্তর- পূর্বাঞ্চলে এমন মন্দির আর নেই।এই মন্দিরটি আজ ভগ্নদশায় পরিণত হয়েছে।কেন্দ্রীয় সরকারের আরকোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে এই মন্দিরটির সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে।উদয়পুর শহরের কেন্দ্রস্থলে বিখ্যাত জগন্নাথ দীঘির দক্ষিণ পশ্চিম তীরে জগন্নাথ মন্দির নামে একটি মন্দিরের ধ্বংসাবশেষ, ত্রিপুরার মন্দির স্থাপত্যের একটি বিরল নমুনা।কথিত আছে, মহারাজা বিজয় মাণিক্যের (১৫২৯-১৫৬০ খ্রি.) সেনাপতি দৈত্যনার্যন পুরী থেকে জগন্নাথের মূর্তি এনে এই মন্দিরে স্থাপন করেছিলেন।পরে এটি মন্দির থেকে সরিয়ে কুমিল্লায় স্থাপন করা হয়।কিন্তু শিলালিপি লেখকের মতে, এই মন্দিরটি ১৬৬১ খ্রিস্টাব্দে মহারাজা গোবিন্দ মাণিক্য এবং তার ছোট ভাই জগন্নাথ দেব দ্বারা যৌথভাবে বিষ্ণুকে নির্মিত এবং উৎসর্গ করা হয়েছিল। এটি মহামেডান ফ্যাশনের বৈশিষ্ট্যযুক্ত একটি শৈলীতে নির্মিত হয়েছিল- অর্থাৎ শীর্ষস্থানীয় মুকুট পরা।একটি খিলান ছাদ সঙ্গে গম্বুজ। দীর্ঘ বছর ধরে এই প্রাচীন মন্দিরটি ধ্বংসের পথে।কোনও সংস্কার নেই।নানা প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়ছে মন্দিরের পাথর।আজও একই ঘটনা। কেন এত অবহেলা। তা নিয়ে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। অনেক বছর ধরে বাম-ডান উভয় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার পরও কোনও হেলদোল নেই।কেবলমাত্র দু-একবার এসে দেখে যাওয়া ছাড়া কাজের কাজ কিছুই হচ্ছে না।স্থানীয় মন্ত্রী প্রণজিৎ সিংহরায় পর্যটনমন্ত্রীর দায়িত্বে থাকার সময় বেশ কিছু উদ্যোগ নিয়ে কাজ শুরুর কথা বলা হলেও কোনও কাজ হয়নি।জগন্নাথ দেবের মন্দিরের আশপাশ নানারকম পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে কিন্তু পুরাতন জগন্নাথ মন্দিরের সংস্কারের কোনও উদ্যোগ নেই।স্থানীয় লোকজন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, পর্যটনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে।অধিকাংশ লোকের দাবি,বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.