উদয়পুর ক্যানেলের জলে ভাসল খিলপাড়া!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ক্যানেলের জল গড়িয়ে উদয়পুরে পশ্চিম খিলপাড়া এলাকার জনগণের বেহাল অবস্থা। বুধবার গভীর রাতে উদয়পুর ক্যানেলের জল ছেড়ে দেওয়ার ফলে উদয়পুর মহকুমার পশ্চিম খিলপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার খুকুমণি সূত্রধর, গতকাল রাত দুইটার সময় হঠাৎ তিনি জলের আওয়াজ শুনতে পান। ঘুম থেকে উঠে দেখেন। তার বাড়িতে এমনকি ঘরে জল ঢুকে গেছে। কিছু বোঝার আগে ঘরের বাইরে এসে দেখে সাড়া বাড়ি জলমগ্ন। কি করবেন বুঝে উঠতে পারছে না। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জল সেচ দপ্তরের গাফিলতির কারণে আজকে এলাকার বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন। কারণ হিসেবে তিনি বলেন দপ্তরের উদাসীনতার কারণে এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল জমে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ ক্যানেলের উপচে পড়া জল কেন ছেড়ে দেওয়া হল তা তারা বুঝে উঠতে পারছে না। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। পাশাপাশি বাড়ি ঘর জল জমে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি ঘরে পাশাপাশি রাস্তায় ইট মাটি ভেঙে পড়েছে। দাবি উঠেছে ক্ষতিপূরণের। খুকুমনি সূত্রধর দাবি করেছেন এলাকাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দপ্তরের উদাসীনতার ফলে প্রত্যেককে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এখন দেখার বিষয় দপ্তর কি ভূমিকা নেয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

13 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

13 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

14 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

14 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

14 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

15 hours ago