Categories: দেশ

উন্নতমানের কম্পিউটার ল্যাবরেটরি আসতে চলেছে উত্তরপ্রদেশের বিদ্যালয়ে

এই খবর শেয়ার করুন (Share this news)

উত্তরপ্রদেশের ৭৪৬ টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে দ্রুত তৈরি হচ্ছে উন্নতমানের কম্পিউটার ল্যাবরেটরি। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিদ্যালয়গুলিতে ধাপে ধাপে সমীক্ষা চালাবেন শিক্ষা দপ্তরের আধিকারিক । বিদ্যালয়ের কোন ঘরে এমন কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করা যায় সেটাই খতিয়ে দেখবেন তারা । তারপরেই ল্যাবরেটরি তৈরির কাজ শুরু হয়ে যাবে । দ্রুত এই কাজ শেষ করার জন্যেই এখন তৎপরতা শুরু হয়েছে । যে ঘরে এই ল্যাব তৈরি হবে সেখানে রং করার পাশাপাশি কম্পিউটার চালনোর জন্য পর্যাপ্ত বিদ্যুতের সংযোগ দেওয়া , এছাড়া কম্পিউটার চেয়ার , টেবিলের মতো বিভিন্ন আসবাবের ব্যবস্থা করা , পাখা থেকে শুরু কের পর্দা লাগানোর মতো কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলেই এই কম্পিউটার ল্যাব চালু করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে সরকারি সূত্রে । এই ল্যাবগুলি চালু হয়ে গেলে বিদ্যালয়গুলিতে শিক্ষার মান বাড়বে এবং যুগপোযোগীভাবেই শিক্ষা পরিষেবা চালু করা যাবে বলেই মনে করা হচ্ছে । প্রয়াগরাজের বুনিয়াদী শিক্ষা আধিকারিক প্রবীণ কুমার তিওয়ারি বলেন , ‘ গত ৬ আগস্ট উত্তরপ্রদেশের সমগ্র শিক্ষা অধিকর্তা বিজয় কিরণ আনন্দ একটি চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন , এই ধরনের কম্পিউটার ল্যাব তৈরির মাধ্যমে কোডিং , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স , মেশিন লার্নিং , ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এবং বিজনেস অ্যাকুমেনের মতো বিষয়গুলির প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে । এই আধিকারিক জানিয়েছেন , এমন ল্যাব তৈরি হলে তা থেকে প্রয়াগরাজের ২০ টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা উপকৃত হবেন । তিনি আরও জানান , এই বিদ্যালয়গুলির কোন ঘরে এমন ল্যাব তৈরি করা হবে তা দেখতে সমষ্টি শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে । জেলা প্রশাসনের সহযোগিতায় ২৭ টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ইতিমধ্যে এমন কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে । রাজ্যের শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন , রাজ্যের বাকি ৭১৯ টি বিদ্যালয়ে একইভাবে এমন ল্যাব চালু করা হবে । আর তাতে খরচ ধরা হয়েছে ৩৫.৯৫ কোটি টাকা । সরকারের তরফে জানানো হয়েছে , বারাণসী , বরেলি এবং গৌতম বুদ্ধ নগরে একটি করে , রামপুরে দু’টি , ফতেপুরে ১০ টি এবং সিদ্ধার্থনগরে ১২ টি বিদ্যালয়ে এমন কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

14 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

45 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago