উন্নয়নের আরেক নাম বিজেপি:মুখ্যমন্ত্রী!!
অনলাইন প্রতিনিধি :-উন্নয়নের আরেক নাম বিজেপি সরকার। যেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত রয়েছে সেখানেই উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। উন্নয়নের যুগ চলছে বিজেপি সরকারের আমলে। এছাড়াও এদিন তিনি বামেদের এক হাত নিলেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী বলেন,৩৫ বছরে কোনো কাজই করে যায়নি তৎকালীন সরকার। শুধুমাত্র একটা কাজই করে গেছেন এবং তা হল, সমস্ত যায়গায় ভাষণ যেন দেওয়া যায় তার জন্য কমিউনিটি হল করে গেছেন। রাস্তা-ঘাট সমস্ত জায়গায় শুধু অনুন্নয়নের ছোঁয়া রেখে গেছে তৎকালীন সরকার।
উল্লেখ্য, শহরকে যানজট মুক্ত রাখতে বাজার এলাকা সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাজ্য সরকার ও পুরনিগমের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে নাগিছড়ায় গড়ে তোলা হয়েছে ফিশ ট্রানসিপমেন্ট ইয়ার্ড।বুধবার ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পুরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।