অনলাইন প্রতিনিধি :-রাজ্যে যোগাযোগ ব্যবস্হা ও রাজ্যের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো ত্রিপুরা। বহু প্রতীক্ষিত এবং আলোচিত সোনামুড়ার শ্রীমন্তপুরে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া( আইডব্লিউএআই )-এর উদ্যোগে নবনির্মিত ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্ট টার্মিনাল এর ভার্চুয়াল উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রী
সর্বানন্দ সোনোয়াল।এই উপলক্ষে সোনামুড়া শ্রীমন্তপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা। প্রতিবেশী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে দু’দেশের মধ্যে বাণিজ্যের জন্য পণ্য জাহাজে তোলা হত কলম্বো, সিঙ্গাপুর বা ক্লাং বন্দর থেকে। এখন উত্তর-পূর্বাঞ্চলের জন্য ভারতীয় পণ্য চট্টগ্রাম বন্দর থেকে সহজে নিয়ে আসা যাবে। কলকাতার মালবাহী জাহাজ চট্টগ্রাম, মোংলা বা উত্তর-পূর্বাঞ্চলে আনা–নেওয়ার জন্য যাতায়াতের একাধিক রুট এখন খুলেছে। চট্টগ্রাম/মোংলা থেকে আগরতলা (ত্রিপুরা), চট্টগ্রাম/মোংলা থেকে দওকি (মেঘালয়), চট্টগ্রাম/মোংলা থেকে সুতারকান্দি (অসম), চট্টগ্রাম/মোংলা থেকে শ্রীমন্তপুর (ত্রিপুরা)। বাংলাদেশ সরকার এই রুট গুলি ব্যবহারের অনুমতি দিয়েছে অনেক আগেই। কোন রাজ্যের উন্নয়ন করতে হলে, সেই রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন৷ আর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে রাজ্যে সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ অর্থাৎ চর্তুদিকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে৷ সোনামুড়া-দাউদকান্দি এই ৯৩ কিমি জলপথটি ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার জন্য একটি মাইলস্টোন বলে মনে করা হচ্ছে। অথচ, এই জলপথ নিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য নিয়ে কত হাসি ঠাট্টা করা হয়েছিল। আজ তাঁরই উদ্যোগ ধীরে ধীরে সফল হতে চলেছে।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…