উন্নয়ন কী নেতা-মন্ত্রীদের স্লোগানেই??

 উন্নয়ন কী নেতা-মন্ত্রীদের স্লোগানেই??
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-উন্নয়ন শুধুমাত্র নেতা মন্ত্রীদের ভাষণেই। বাস্তবে তার ছিটেফোঁটাও প্রত্যক্ষ করতে পারেনি হিরাছড়া এলাকার বেলটিলা ও কাঠালবাড়ি এলাকার জনগণ। স্বাধীনতার ৭৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাম আমল কিংবা রাম আমল কারও নজরই পড়েনি ওই এলাকায়। সেখানে রাস্তা বলতে কিছুই নেই, যেটুকু আছে সেটা এলাকাবাসীর নিজের তৈরি করা। কোনো রোগী অসুস্থ হলে তাকে কোলে করে কিংবা ভারে করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি করে হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ থাকলেও সামান্য বৃষ্টি কিংবা বাতাসে তা চলে যাচ্ছে এবং একবার গেলে চার-পাঁচদিন আর বিদ্যুতের দেখা মেলেনা। তাছাড়াও রয়েছে পানীয় জলের সমস্যা। পানীয় জলের কোনো উৎস্য নেই এই এলাকাজুড়ে। বৃষ্টির জমা জল সংগ্রহ করে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। এবিষয়ে এক গৃহবধূ জানায়, পাহাড় চড়াই-উৎরাই করে জল নিয়ে যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায়। তাছাড়া শুখা মরশুমে পাথড়ের গা বেয়ে যে ফোটাফোটা জল পড়ে সেটা সংগ্রহ করেই কোনোরকম তৃষ্ণা নিবারণ করে থাকেন তারা।খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায় মিলে প্রায় ৪০ টি পরিবারের বসবাস বেলটিলা থেকে কাঠালবাড়ি এলাকায়। গোটা এলাকাজুড়ে কোনো সরকারি চাকুরিজীবী নেই। মূলত পান-সুপারি বিক্রি করেই তাদের সংসার চলে। কিছু কিছু লোক আবার জঙ্গলের কাঁঠাল ও কলা বিক্রি করে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিভিন্ন সমস্যাগুলো পঞ্চায়েতের কাছে তুলে ধরা হলেও কোনো সুরাহা হচ্ছে না। হবে হচ্ছে বলে দিনের পর দিন এড়িয়ে যাচ্ছেন। সরকার যতই মুখে জল জীবন মিশন ও অটল জল ধারার স্লোগান তুলুকনা কেন বাস্তবে তা অন্যরূপ। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে গেলেই সমস্ত বাস্তব চিত্র উঠে আসে সামনে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অতিসত্ত্বর ওই এলাকার রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সরকারের নিকট দাবি জানান এলাকাবাসীরা। এখন এই এলাকার সমস্যাগুলোর ওপর সরকারের নজর পড়ে কিনা, তাদের সমস্যা সমাধান হয় কিনা সেটাই এখন দেখার।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.