উন্নয়ন কী নেতা-মন্ত্রীদের স্লোগানেই??

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-উন্নয়ন শুধুমাত্র নেতা মন্ত্রীদের ভাষণেই। বাস্তবে তার ছিটেফোঁটাও প্রত্যক্ষ করতে পারেনি হিরাছড়া এলাকার বেলটিলা ও কাঠালবাড়ি এলাকার জনগণ। স্বাধীনতার ৭৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাম আমল কিংবা রাম আমল কারও নজরই পড়েনি ওই এলাকায়। সেখানে রাস্তা বলতে কিছুই নেই, যেটুকু আছে সেটা এলাকাবাসীর নিজের তৈরি করা। কোনো রোগী অসুস্থ হলে তাকে কোলে করে কিংবা ভারে করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি করে হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ থাকলেও সামান্য বৃষ্টি কিংবা বাতাসে তা চলে যাচ্ছে এবং একবার গেলে চার-পাঁচদিন আর বিদ্যুতের দেখা মেলেনা। তাছাড়াও রয়েছে পানীয় জলের সমস্যা। পানীয় জলের কোনো উৎস্য নেই এই এলাকাজুড়ে। বৃষ্টির জমা জল সংগ্রহ করে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। এবিষয়ে এক গৃহবধূ জানায়, পাহাড় চড়াই-উৎরাই করে জল নিয়ে যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায়। তাছাড়া শুখা মরশুমে পাথড়ের গা বেয়ে যে ফোটাফোটা জল পড়ে সেটা সংগ্রহ করেই কোনোরকম তৃষ্ণা নিবারণ করে থাকেন তারা।খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায় মিলে প্রায় ৪০ টি পরিবারের বসবাস বেলটিলা থেকে কাঠালবাড়ি এলাকায়। গোটা এলাকাজুড়ে কোনো সরকারি চাকুরিজীবী নেই। মূলত পান-সুপারি বিক্রি করেই তাদের সংসার চলে। কিছু কিছু লোক আবার জঙ্গলের কাঁঠাল ও কলা বিক্রি করে থাকেন। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিভিন্ন সমস্যাগুলো পঞ্চায়েতের কাছে তুলে ধরা হলেও কোনো সুরাহা হচ্ছে না। হবে হচ্ছে বলে দিনের পর দিন এড়িয়ে যাচ্ছেন। সরকার যতই মুখে জল জীবন মিশন ও অটল জল ধারার স্লোগান তুলুকনা কেন বাস্তবে তা অন্যরূপ। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে গেলেই সমস্ত বাস্তব চিত্র উঠে আসে সামনে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অতিসত্ত্বর ওই এলাকার রাস্তা ও পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সরকারের নিকট দাবি জানান এলাকাবাসীরা। এখন এই এলাকার সমস্যাগুলোর ওপর সরকারের নজর পড়ে কিনা, তাদের সমস্যা সমাধান হয় কিনা সেটাই এখন দেখার।

Dainik Digital

Recent Posts

নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-নয়ডার ছাত্রী নিবাসে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লাগে। প্রাণ বাঁচাতে হোস্টেলের বারান্দা…

2 hours ago

উদ্ভাবনী প্রক্রিয়ায় কাজে লাগানো হচ্ছে ডম্বুরের জল-মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে তা থেকে নিরবচ্ছিন্নভাবে…

3 hours ago

বনরক্ষায় চারশ টিএসআর আধুনিক হাতিয়ার চাইলেন মন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বনজসম্পদ রক্ষায় চারশ টিএসআর জওয়ান,আধুনিক হাতিয়ার, ইন্টিলিজেন্স ব্রাঞ্চ এবং স্পেশাল টাক্স ফোর্স…

3 hours ago

হাওড়ায় মহাপ্লাবন রুখতে গুচ্ছ পরিকল্পনা,বন্যারোধে ড্রাফট কনসেপ্ট তৈরি: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-অল্প বৃষ্টিতে মহাপ্লাবন রুখতে হাওড়া নদীকে কেন্দ্র করে গুচ্ছ পরিকল্পনা তৈরি করা হয়েছে।…

3 hours ago

পর্যটন কেন্দ্রগুলি ঢেলে সাজানো হচ্ছে, ১৪৭.১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২টি মোটরস্ট্যান্ড: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে পরিবহণ…

4 hours ago

জোড়া ভূমিকম্প মায়ানমারে,ক্ষয়ক্ষতি প্রচুর, সুইমিংপুলে জলোচ্ছ্বাস!!

অনলাইন প্রতিনিধি :-জোড়া ভূমিকম্প মায়ানমারে। জোড়া ভূমিকম্পে কেপে উঠল বাংলাও। জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমারে…

4 hours ago