উন্নয়ন মানেই বিজেপি

এই খবর শেয়ার করুন (Share this news)

উন্নয়নের আরেক নাম বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শিল্প, স্বাস্থ্য, বাণিজ্য, যোগাযোগব্যবস্থা, প্রতিরক্ষা, নিরাপত্তা সর্বস্তরে এগিয়ে চলেছে দেশ। গোটা দেশের পাশাপাশি একইভাবে উন্নয়ন অব্যাহত রয়েছে ত্রিপুরায়ও। ডবল ইঞ্জিনের সরকারের ত্রিপুরায় উন্নয়নের কাজ চলছে জোড় কদমে। বিকাশের নতুন কাহিনী রচিত হচ্ছে মোদি সরকারের নেতৃত্বে। ত্রিপুরায় মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে বিজেপি সরকার। বৃহস্পতিবার জন বিশ্বাস যাত্রা শেষে রাজধানীর উমাকান্ত ময়দানে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলো বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

নিজের বক্তব্যের মধ্য দিয়ে প্রধামন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। তিনি আরও বলেন, একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে চলেছে, অন্যদিকে বিপ্লব কুমার দেব ও মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে ত্রিপুরাও এগিয়ে চলেছে। বিজেপি শাসনে হাইওয়ে, ইন্টারনেট, রোডওয়েজ এবং এয়ারওয়েজ অর্থাৎ এক কথায় হীরা পেয়েছে ত্রিপুরা। কমিউনিস্ট শাসনকালে সবকিছুতেই পিছিয়ে ছিল ত্রিপুরা কিন্তু বর্তমান বিজেপি সরকারের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই ত্রিপুরা সমৃদ্ধ হয়ে উঠেছে। তিনি বলেন কমিউনিস্ট শাসনে ভ্রষ্টাচার, চাঁদাবাজি, তোলাবাজি চলত ; রাজনৈতিক খুন, বলাৎকারের মত ঘটনা ঘটতো।

সবকিছুই চলত শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে। ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটিও রাজনৈতিক খুন হয়নি রাজ্যে। বর্তমানে ত্রিপুরার সুশাসন চলছে বিজেপি সরকারের নেতৃত্বে। বর্তমান বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলেছে। এই সরকার শাসনে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়ন হয়েছে। উল্লেখ্য গত ৫ জানুয়ারি গৃহ মন্ত্রী অমিত শাহর হাত ধরে শুভ সূচনা হয়েছিল বিজেপির জন্য বিশ্বাস যাত্রার এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার এই জন বিশ্বাস যাত্রার সমাপ্তি ঘোষণা করতে রাজ্যে এলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন রাজধানীর চৌমুহনী থেকে জন বিশ্বাস রথ শুরু হয় এবং রাজধানীর উমাকান্ত স্কুলের সামনে গিয়ে এই রথ শেষ হয়। এবং সেখানে এক জনসংখ্যা ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে সভামঞ্চে দাঁড়িয়ে ২৩ শে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিজয় সংকল্প র‍্যালীতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উভয়েই নিজেদের বক্তব্যের মাধ্যমে রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরেন।

Dainik Digital

Recent Posts

উচ্চশিক্ষার গতিভঙ্গ!!

গত জুলাইয়ে,তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম তথা সর্বশেষ সংসদ অধিবেশনে, লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয়…

3 hours ago

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!!

অনলাইন প্রতিনিধি :-গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে ভুলবশতই তাঁর নিজের বন্দুক থেকে…

3 hours ago

রাজধানীতে সিপিএমের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য বিদ্যুৎ নিগম ও দপ্তরের পরিকাঠামো তলানিতে এসে ঠেকেছে।এই কারণে,রাজ্যে ৪০ শতাংশ গ্রাহকের…

3 hours ago

ভোক্তাদের পকেট কেটে চিনি, সুজি, ময়দা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিনামূল্যে চিনি, সুজি,ময়দা দেওয়ার নামে সস্তা রাজনীতি করতে গিয়ে লেজেগোবরে হয়েছে বিজেপি…

4 hours ago

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে হার্টের ক্ষতি হয়!!

অনলাইন প্রতিনিধি :-ডায়াবেটিসের রোগী এখন প্রায় ঘরে ঘরেই। জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে সহজেই এই রোগ…

4 hours ago

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

1 day ago