উন্মাদ রোমিও পুলিশের জালে!!
বন্দুক ঠেকিয়ে প্রেমিকার সন্ধান চাওয়া উন্মাদ রোমিও পুলিশের জালে। গত ৬ মে রাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে ডায়রা মোকাম সংলগ্ন এলাকার সালমা বেগমের বাড়িতে আচমকা হানা দেয় একটি দুষ্কৃতিকারী দল। ঘরে ঢুকে প্রেমিকার সন্ধান চেয়ে প্রেমিকার মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রেমিকার সন্ধান চায় উনকোটি জেলার ইরানি থানাধীন ইয়াজি খাওরা এলাকার যুবক ইদ্রিস আলী। প্রেমিকাকে না পেয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। অবশেষে পুলিশ সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।