অনলাইন প্রতিনিধি :- দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের লক্ষ্যে নির্বাচন টিম গঠন করলো প্রদেশ বিজেপি। শাসকদলের নির্বাচন – টিমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকগণ ছাড়াও বিজেপির মন্ত্রীগণ রয়েছেন। বৃহস্পতিবার রাতেই রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু সহ শাসক দলের শীর্ষনেতৃত্ব বৈঠক করে নির্বাচন টিম প্রকাশ করেছেন। বক্সনগর বিধানসভার কার্যকারী কমিটিতে রয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত। ধনপুর বিধানসভার কার্যকারী কমিটিতে রয়েছেন মন্ত্রী রতন লাল নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুধাংশু দাস, সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। প্রদেশ বিজেপি সভাপতি শ্রীভট্টাচার্য বলেন, বিজেপির মন্ত্রী, বিধায়ক সহ সব শীর্ষ নেতৃত্বই দুই টিমে ভাগ হয়ে ঝাঁপিয়ে পড়েছে দুটি বিধানসভা কেন্দ্রে। তিনি বলেন, বাম প্রার্থীদের সাথে তাদের সরাসরি লড়াই হলেও ভোটযুদ্ধে দাগ কাটতে পারবে না। প্রতিপক্ষ প্রার্থীরা। ধনপুর এবং বক্সনগর উভয় কেন্দ্রে বড়সড় জয় পাবে বিজেপি প্রার্থীগণ।
অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…
অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…
'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…
অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…
অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…