উপভোটে জিততে মরিয়া সব প্রার্থী

এই খবর শেয়ার করুন (Share this news)

হোক না উপভোট । তাই বলে কি ছেড়ে দেওয়া যায় ? অন্তত বিধানসভা নির্বাচনের আগে আসন্ন উপভোটেও এমনটাই লক্ষ্যমাত্রা স্থির করেছে প্রার্থীরা । পরিস্থিতির নিরিখে এই ভোট যতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসক বিজেপির কাছে ঠিক ততটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিরোধী সিপিএম এমনকী কংগ্রেসের কাছেও । কারণ তারা প্রত্যেকেরই মূল লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন । অর্থাৎ এর আগে উপভোটের সুযোগে কে কতটা এগিয়ে রাখতে পারে নিজেদেরকে এরই মহড়া — বলা চলে আগামী ২৩ জুন । শাসক বিজেপি মনে করছে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে উপভোটের চারটি আসনই নিজেদের হেপাজতে নিয়ে আসতে । আর তাতেই মসৃণ হবে দ্বিতীয়বারের মতো রাজ্যে বিজেপি শাসিত সরকারকে প্রতিষ্ঠিত করা । সিপিআই ( এম ) র মতে , পালে হাওয়া তুলতে গেলে এখন থেকেই তা জরুরি ।

অন্তত বিরোধী হাওয়া একবার বইয়ে দিতে পারলে মনোবল বৃদ্ধি পাবে কর্মী – সমর্থকদের । কংগ্রেস মনে করছে , মানুষ শাসকের কাজে মোটেই খুশি হতে পারছে না । বীতশ্রদ্ধ ভোটারদেরকে একবার কাছে টানা গেলে আর পেছন ফিরে তাকাতে হবে না । কারণ সাম্প্রতিক অতীতে মানুষ বামেদের শাসন যেমন পরিলক্ষিত করেছে তেমনি শাসক বিজেপির বর্তমান অবস্থা দেখেও অনেকটাই অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে । ভোট প্রচারে চারটি উপনির্বাচনি কেন্দ্রেই যে যার মতো করে প্রচার চালাচ্ছে ইতিমধ্যেই । এর মধ্যে দুটি নির্বাচনি কেন্দ্রকে উপভোটের মূল আকর্ষণ বলে ধরে নিয়েছে , প্রায় সবক’টি রাজনৈতিক দল । শাসকের কাছে যেমন বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৮ – বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রটি , তেমনি বিরোধী কংগ্রেসের কাছেও একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৬ – আগরতলা বিধানসভা কেন্দ্রটি । কারণ ৮ – বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে উপভোটে শাসকের হয়ে প্রার্থী হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই ।

৬ – আগরতলার ক্ষেত্রে অন্যদের পাশাপাশি রয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণও । টানা পাঁচবার তিনিই জয়ী হয়েছেন এই এলাকা থেকে । স্বাভাবিকভাবেই জয়ের ব্যাপারে এই কেন্দ্র থেকে একপ্রকার নিশ্চিত রয়েছেন তিনি । প্রচারে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শাসকদলের পক্ষে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডা . অশোক সিন্‌হা বলেন , বামেদের পরাস্ত করতেই চিকিৎসা শাস্ত্র থেকে তার রাজনীতিতে আসা । সেই অনুযায়ী ডান – বামের মিলিঝুলির কারণে তেরোয় চেষ্টা করেও সম্ভব হয়নি । পরে আঠারোয় বিজেপির হয়ে কাজ করার পর তা সম্ভব হয়েছে । সোজাসাপ্টা এই প্রার্থী নিজের হয়ে ভোট চাইতে গিয়েও গণদেবতাদের প্রতি পূর্ণ আস্থা রাখেন ।

বলেন , ‘ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি বিশ্বাস রাখি তারা আমার পাশে থাকবেন ‘ । ৬ – আগরতলা বিধানসভা কেন্দ্রে এ বছর একপ্রকার হেভিওয়েট প্রার্থী হিসেবেই রয়েছেন সুদীপ রায় বর্মণ । প্রচার থেকে রবিবারও তিনি বলেন , ত্রাস সৃষ্টি করে কেউ যদি ভাবে ভোটের বৈতরণী পার হবে তবে তা সম্ভব হবে না । কারণ লড়াইটা গণতন্ত্র রক্ষার লড়াই । তিনি বিশ্বাস করেন , হারিয়া যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষেই রায় দেবেন মানুষ । তিনি মনে করিয়ে দেন যে এটি পুরসভা কিংবা লোকাল বডি নির্বাচনের মতো নয় । এটি সরাসরি দেশের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে । এক্ষেত্রে বিশ্বাস তো রাখতেই পারি । বাম প্রার্থী কৃষ্ণা মজুমদারও ছেড়ে কথা বলতে চান ভোটের ময়দানে থেকে তিনিও জয় নিয়ে অনেকটাই আশাবাদী ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

11 hours ago