উপভোটে জয় নিয়ে আশাবাদী সব প্রার্থীরাই

এই খবর শেয়ার করুন (Share this news)

দীর্ঘ পঞ্চাশ মাসের ব্যবধানেও যখন ভুরি ভুরি প্রতিশ্রুতি পালন করতে পারেনি সরকার , এখন মাস কয়েকের ব্যবধানে কি পারবে পড়ে থাকা প্রতিশ্রুতিগুলি পালন করতে ? অন্তত শাসক অন্দরেই এই প্রশ্ন এখন লাখ টাকা মূল্যের হয়ে দাঁড়িয়েছে । ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে শাসক বিজেপির প্রতিশ্রুতি ছিলো, প্রতিশ্রুতি রক্ষা করেই ভোট চাইতে আসবেন তেইশের ভোটে । সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন , রিপোর্ট কার্ড নিয়েই ভোট চাইতে যাবেন তিনিও । কিন্তু এর আগে আশ্চর্য এক সমাপতন । একদিকে শাসকের ঘর ছেড়ে অতীতকে বগলদাবা করে নেন রাজ্যের প্রভাবশালী দুই নেতা । অন্যদিকে , মাথা মুড়িয়ে আরও এক নেতার জেহাদ ঘোষণা । আছে রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা রমেন্দ্র চন্দ্র দেবনাথের বিয়োগের বিষয়টিও । সব মিলে গত পঁচিশ মে রাজ্য বিধানসভার এই ফাঁকা আসনগুলির জন্য উপভোটের ঘোষণা করে নির্বাচন কমিশন । মাঝখানে গত চৌদ্দ মে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব কুমার দেব ।

তড়িঘড়ি ফাঁকা এই আসনে তাই বসিয়ে দেওয়া হয় প্রদেশ বিজেপির সভাপতি ডা . মানিক সাহাকে । উপভোট ঘোষণার পর এদের মধ্য থেকেই টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় ডা . সাহাকে । কিন্তু চিকিৎসা শাস্ত্রে দাপিয়ে বেড়ানো এই মুখ্যমন্ত্রী কতটা সফল হবেন নির্বাচনি ময়দানে ? রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও কীভাবেইবা তিনি সামলাবেন এমন দায়িত্ব ? মনোনয়ন জমা করার শেষদিনে আট টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা . মানিক সাহা বললেন , সময়ের সাথে সাথে ম্যানেজ করে নিতে হয় নিজেকে । সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সব কাজই একসাথে করা সম্ভব । প্রতিশ্রুতি নিয়ে বলেন , এ আবার তেমন কী ! আমরা তো মনে করি শুধুমাত্র পাইলট পরিবর্তন হয়েছে । আর না হয় এই ট্রেন যেখানে যাবার কথা ছিলো ঠিক সেখানেই যাবে । মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি তেমন করে কাউকেই দেখতে চান না । তবে জানিয়ে রাখলেন , তেইশের আগে এটি একটি অ্যাসিড টেস্ট । সফলতা এলে তাকে কার্যকর করা হবে আবারও , আর না হয় সেই অনুযায়ী ভেবে দেখা হবে ।

আট বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে বরাবরের মতোই জয়ী হয়ে আসছেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা । ২০০৯ সালে উপভোট দিয়ে শুরু করে এরপর ২০১৩ এবং ২০১৮ বিধানসভা নির্বাচন । প্রতিটিতেই তাকে জয়ী করেছে এলাকাবাসী । পুরসভা ভোটেও ১৯৯৫ এবং ২০০৫ সালে জয়ী হন তিনি । একসময় আঠারো বিধানসভা নির্বাচনের আগে তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে শাসক বিজেপিতে যোগ দেওয়ায় শাসকের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করেন সে সময় । পরে বেশ কিছু ইস্যুতে শাসকের ঘরে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েন তিনি । বাধ্য হয়ে দল ত্যাগ করে পুরনো ঘরকেই বেছে নেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা । সোমবার মনোনয়ন শেষে জয় নিয়ে আশাবাদী তিনিও । উপভোটের লড়াইয়ে বামেদের হয়ে প্রার্থী হিসাবে থাকছেন ফরোয়ার্ড ব্লকের রঘুনাথ সরকার । প্রথমবারের মতো প্রার্থী হয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে সরব হন তিনি । মুখ্যমন্ত্রী নিয়ে কোনও মন্তব্য না করলেও কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি । বলেন , শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থেই এই দল ছেড়ে ওই দলে আবার ওই দল ছেড়ে এই দলে আসছেন । মানুষ এখন সবই বুঝে গিয়েছেন । প্রার্থী হিসাবে এই কেন্দ্রের উপভোটে থাকবেন তৃণমূল কংগ্রেসের সংহিতা ব্যানার্জিও ।

Dainik Digital

Recent Posts

কাঞ্চনপুর গ্রামোন্নয়নে ৮ কোটি টাকার কেলেঙ্কারি, তীব্র চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে আট কোটি চব্বিশ লক্ষ টাকার সাগর চুরির ঘোটালা ঘিরে চাঞ্চল্যের…

13 hours ago

দলের প্রতিষ্ঠাদিবসে সিপিএম কংগ্রেসকে তুলোধোনো বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে…

13 hours ago

প্রজন্ম বদল!!

ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…

13 hours ago

অ্যাসিড হামলা বিজেপি নেতা সঞ্জয় কুমারের মেয়ের গায়ে!!

অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…

13 hours ago

ট্রেনে ভয়াবহ আগুন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…

13 hours ago

ক্যাব বুকিং পরিষেবা নেই বিমানবন্দরে!!

অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…

15 hours ago