Categories: দেশ

উপরাষ্ট্রপতি প্রার্থী ধনখড়

এই খবর শেয়ার করুন (Share this news)

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে উপরাষ্ট্রপতি হিসেবে তাদের প্রার্থীর নামও অবশেষে শনিবার ঘোষণা করল বিজেপি । এদিন সন্ধ্যায় ছিল বিজেপির নীতি নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ কমিটি সংসদীয় বোর্ডের বৈঠক । সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হচ্ছেন জগদীপ ধনখড় । পশ্চিমবঙ্গের রাজ্যপাল । জল্পনা ছিল অনেক নাম নিয়েই । মুখতার আব্বাস নাকভি থেকে আরিফ মহম্মদ খান । কিন্তু মোদির পছন্দসই প্রার্থী হিসেবে উঠে এলো ঘোষিত নামটি । যা রীতিমতো চমক । এবং অপ্রত্যাশিত । উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বেশ কিছুদিন আগেই ।

অথচ তা সত্ত্বেও কেন বিজেপি নিজেদের প্রার্থী স্থির করতে পারছে না । এই জল্পনা ছিলই । কারণ হিসেবে জানা গিয়েছিল , নরেন্দ্র মোদি চাইছিলেন এমন কোনও নাম মনোনীত করতে , যাকে বিরোধীরাও সমর্থন করে । সেক্ষেত্রে আর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে না । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন এনডিএ উপরাষ্ট্রপতি পদে যিনি নির্বাচিত হন , পদাধিকারবলে তিনিই রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন । অর্থাৎ রাজ্যসভার পরিচালনা করেন তিনিই । তাই রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পদ । বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর এবার দেখতে হবে বিরোধী জোটের প্রার্থী কে হন ।

অথবা আদৌ কি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে ? নাকি এনডিএ জোটের প্রার্থীই জয়ী হবেন বিনা লড়াইয়ে ? উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়কে বাছাই করার একটি তাৎপর্য হলো রাজস্থান । আগামী বছর রাজস্থানে ভোট । তাই রাজস্থানের এই খ্যাতনামা আইনজীবীকে মনোনয়ন করে বার্তা দেওয়া হলো । এই নির্বাচনে যে জোটের কাছে এমপির সংখ্যা বেশি তিনিই জয়ী হবেন । স্বাভাবিকভাবেই উপরাষ্ট্রপতি পদ নিয়ে বিজেপির বিশেষ চিন্তা নেই । জয় অনিবার্য । ভোট হবে আগামী ছয় আগষ্ট । অন্যদিকে , রাষ্ট্রপতি পদেও এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত ।

মোট ১০ লক্ষ ৮৬ হাজার ৬৩১ ভোটের মধ্যে অন্তত ৬৪ শতাংশ ভোট যে তিনি পাবেন তা মোটামুটি নিশ্চিত । ইতিমধ্যেই তার প্রতি বিভিন্ন দলের সমর্থনের প্রবণতা অব্যাহত । এমনকী বিজেপিবিরোধী জোটের সদস্য একঝাক দলও প্রকাশ্যে জানিয়েছে যে , তারা আদিবাসী সম্প্রদায়কে সম্মান জানাতে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন দেবে । অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিন্হা। সোমবার রাষ্ট্রপতি নির্বাচন হবে । তবে ভোটের ফল প্রকাশ হবে ২১ জুলাই । রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্য ও বিধায়করা । দ্রৌপদী মুর্মু জয়ী হলে তিনি হবেন দেশের জনজাতি সম্প্রদায়ের পক্ষ থেকে রাইসিনা হিলসে যাওয়া প্রথম রাষ্ট্রপতি

স্বাধীনতার ৭৫ তম বর্ষে যা বিশেষ তাৎপর্যপূর্ণ । এদিকে জগদীপ ধনখড়কে রাজভবন থেকে সরে যেতে হচ্ছে । পশ্চিমবঙ্গে আসবেন নতুন কোনও রাজ্যপাল । জল্পনা শুরু হয়ে গেছে সেই নাম নিয়েও । তবে উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি দুই পদেই বিজেপি প্রার্থীর জয় নিয়ে সংশয় নেই ।

Dainik Digital

Recent Posts

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

16 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

17 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

17 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

17 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

17 hours ago

কুয়োতে গাড়ি পড়ে ১০ জনের মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…

21 hours ago