উপরে হেলিকপ্টার, ভিতরে সাবমেরিন!!
অতিকায় এক প্রমোদতরী ততোধিক বিলাসিতায় ভরপুর। যার পোশাকি নাম সুপারইয়ট । ভাসবে সমুদ্রে । তবে এর ভিতরে রয়েছে ছোটখাটো একটা শহরের সবরকমের সুযোগ – সুবিধা । দুবাইয়ের ধনকুবের তথা দুবাইয়ের শাসক এই প্রমোদতরীতে ঘুরে বেড়ান । বিশ্বের বৃহত্তম সুপারইয়াটগুলির মধ্যে এটি অনতম । এখানে রয়েছে একটি হেলিপ্যাড যা একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ওঠা – নামার জন্য যথেষ্ট বড় । এর ভিতরে একটি বিশাল গ্যারেজও রয়েছে যেখানে আস্ত একটি সাবমেরিন ঢুকে যাবে । অত্যন্ত বিলাসবহুল এই প্রমোদতরীর দাম ৩০০ মিলিয়ন মার্কিন ডলার । ভারতীয় মুদ্রায় ২,৩৮৩ কোটি টাকা । এই প্রমোদতরী সাত তলা বাড়ির সমান উঁচু । দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই প্রমোদতরীর মালিক ।এই প্রমোদতরীর নামও দেশের নামে অর্থাৎ ‘ দুবাই ‘ । এটি লম্বায় ৫৩১ ফুট । সংশ্লিষ্ট মহলের বক্তব্য , এটি বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম সুপারইয়ট । এত বিশাল পরিসর ভিতরে । কিন্তু এখানে মাত্র ২৪ জন অতিথির থাকা – খাওয়ার ব্যবস্থা রয়েছে । সে ব্যবস্থাও একেবারে রাজসিক । মোহাম্মদ বিন রশিদ আল ও তার পরিবার প্রায়ই ছুটির জন্য এই সুপারইয়টে ভ্রমণ করেন । এই প্রমোদতরীর ভিতরে রয়েছে পাঁচটি অতি বিলাসবহুল এবং সুবিস্তৃত কক্ষ । আছে পাঁচটি ভিআইপি রুম । ছয়টি গেস্ট রুম । প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে খোলা বারান্দা । সেই সঙ্গে এর মধ্যে রয়েছে ৭০ বাই ৭০ ফুটের একটি প্রশস্ত হলঘর । এ ছাড়া ৮৮ জন ক্রু সদস্য , জাহাজের ক্যাপ্টেন , মুখ্য ইঞ্জিনিয়ার এবং একজন চিকিৎসকের থাকার জন্য আলাদা কেবিন রয়েছে । অর্থাৎ অতিথি নিয়ে সাকুল্যে মোট ১১৫ জন এতে চড়তে পারবেন । ২০০৬ সালে ‘ প্লাটিনাম ইয়টস ‘ নামে দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থা এই প্রমোদতরী তৈরি করে ২০০৬ সালে । এখানেই শেষ নয় । আছে একটি নাইটক্লাব , জিম , বারবিকিউ এলাকা এবং একটি সিনেমা হল । আসলে এই প্রমোদতরীর বয়স আরও পুরোনো । ২০০১ সালে দুবাইয়ের প্ল্যাটিনাম ইয়ট এটি আরবের রাজপরিবারের জন্য তৈরি করেছিল । এত বিশাল প্রমোদতরী অথচ সমুদ্রে ছুটতে পারে ঘণ্টায় প্রায় ৪৬ কিলোমিটার গতি বেগে । এর ভিতরের প্রতিটি সিঁড়ি কাচের । যারা ঘন ঘন রং পরিবর্তন করে । ঘটনা হল , দুবাই হল এমন একটি শহর যেখানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং বৃহত্তম সুপারইয়াট আসতে চলেছে । সেই প্রমোদতরীর নাম আজম । তার দাম ৬০ কোটি ডলার । ভারতীয় মুদ্রায় মাট প্রায় সাড়ে ৫ কোটি টাকা । এটি প্রায় ৬০০ ফুট লম্বা এবং ১০০ জনেরও বেশি অতিথির রাজকীয় থাকা – খাওয়ার ব্যবস্থা আছে । ওই ১০০ জন অতিথির খাতিরযত্ন করার জন্য থাকবেন কমপক্ষে ৬০ জন ক্রু সদস্য । এ ছাড়া দুবাইতে উজবেকিস্তানে জন্মানো ধনকুবের আলিশার উসমানভ এবং প্রিন্স আব্দুল আজিজের প্রয়াত মায়ের নামে একটি ৫১২ ফুট লম্বা ‘ দিলবার ’ সুপারইয়ট রয়েছে ।