উপরে হেলিকপ্টার, ভিতরে সাবমেরিন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অতিকায় এক প্রমোদতরী ততোধিক বিলাসিতায় ভরপুর। যার পোশাকি নাম সুপারইয়ট । ভাসবে সমুদ্রে । তবে এর ভিতরে রয়েছে ছোটখাটো একটা শহরের সবরকমের সুযোগ – সুবিধা । দুবাইয়ের ধনকুবের তথা দুবাইয়ের শাসক এই প্রমোদতরীতে ঘুরে বেড়ান । বিশ্বের বৃহত্তম সুপারইয়াটগুলির মধ্যে এটি অনতম । এখানে রয়েছে একটি হেলিপ্যাড যা একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ওঠা – নামার জন্য যথেষ্ট বড় । এর ভিতরে একটি বিশাল গ্যারেজও রয়েছে যেখানে আস্ত একটি সাবমেরিন ঢুকে যাবে । অত্যন্ত বিলাসবহুল এই প্রমোদতরীর দাম ৩০০ মিলিয়ন মার্কিন ডলার । ভারতীয় মুদ্রায় ২,৩৮৩ কোটি টাকা । এই প্রমোদতরী সাত তলা বাড়ির সমান উঁচু । দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই প্রমোদতরীর মালিক ।এই প্রমোদতরীর নামও দেশের নামে অর্থাৎ ‘ দুবাই ‘ । এটি লম্বায় ৫৩১ ফুট । সংশ্লিষ্ট মহলের বক্তব্য , এটি বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম সুপারইয়ট । এত বিশাল পরিসর ভিতরে । কিন্তু এখানে মাত্র ২৪ জন অতিথির থাকা – খাওয়ার ব্যবস্থা রয়েছে । সে ব্যবস্থাও একেবারে রাজসিক । মোহাম্মদ বিন রশিদ আল ও তার পরিবার প্রায়ই ছুটির জন্য এই সুপারইয়টে ভ্রমণ করেন । এই প্রমোদতরীর ভিতরে রয়েছে পাঁচটি অতি বিলাসবহুল এবং সুবিস্তৃত কক্ষ । আছে পাঁচটি ভিআইপি রুম । ছয়টি গেস্ট রুম । প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে খোলা বারান্দা । সেই সঙ্গে এর মধ্যে রয়েছে ৭০ বাই ৭০ ফুটের একটি প্রশস্ত হলঘর । এ ছাড়া ৮৮ জন ক্রু সদস্য , জাহাজের ক্যাপ্টেন , মুখ্য ইঞ্জিনিয়ার এবং একজন চিকিৎসকের থাকার জন্য আলাদা কেবিন রয়েছে । অর্থাৎ অতিথি নিয়ে সাকুল্যে মোট ১১৫ জন এতে চড়তে পারবেন । ২০০৬ সালে ‘ প্লাটিনাম ইয়টস ‘ নামে দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থা এই প্রমোদতরী তৈরি করে ২০০৬ সালে । এখানেই শেষ নয় । আছে একটি নাইটক্লাব , জিম , বারবিকিউ এলাকা এবং একটি সিনেমা হল । আসলে এই প্রমোদতরীর বয়স আরও পুরোনো । ২০০১ সালে দুবাইয়ের প্ল্যাটিনাম ইয়ট এটি আরবের রাজপরিবারের জন্য তৈরি করেছিল । এত বিশাল প্রমোদতরী অথচ সমুদ্রে ছুটতে পারে ঘণ্টায় প্রায় ৪৬ কিলোমিটার গতি বেগে । এর ভিতরের প্রতিটি সিঁড়ি কাচের । যারা ঘন ঘন রং পরিবর্তন করে । ঘটনা হল , দুবাই হল এমন একটি শহর যেখানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং বৃহত্তম সুপারইয়াট আসতে চলেছে । সেই প্রমোদতরীর নাম আজম । তার দাম ৬০ কোটি ডলার । ভারতীয় মুদ্রায় মাট প্রায় সাড়ে ৫ কোটি টাকা । এটি প্রায় ৬০০ ফুট লম্বা এবং ১০০ জনেরও বেশি অতিথির রাজকীয় থাকা – খাওয়ার ব্যবস্থা আছে । ওই ১০০ জন অতিথির খাতিরযত্ন করার জন্য থাকবেন কমপক্ষে ৬০ জন ক্রু সদস্য । এ ছাড়া দুবাইতে উজবেকিস্তানে জন্মানো ধনকুবের আলিশার উসমানভ এবং প্রিন্স আব্দুল আজিজের প্রয়াত মায়ের নামে একটি ৫১২ ফুট লম্বা ‘ দিলবার ’ সুপারইয়ট রয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

12 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

12 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago