উপিজাতি ভোট ব্যাঙ্ক নিয়ে টানাটানি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের ক্ষমতার মসনদে বসতে উপজাতিদের ভোট ব্যাঙ্ক নিয়ে টানাটানি করছে সবকটি রাজনৈতিক দল। ২০১৮ সালে তিপ্রাল্যাণ্ডের দাবিদার আইপিএফটির সঙ্গে সমঝোতা করে বিজেপি-আইপিএফটি জোট ২০টি আসনের মধ্যে ১৮টি আসন নিজেদের দখলে নিয়ে নেয়। সিপিএম দখল করে উপজাতি সংরক্ষিত আসন। ২০১৩ সাল পর্যন্ত উপজাতি সংরক্ষিত আসনগুলিতে বরাবর আধিপত্য বজায় রাখত সিপিএম। ২০১৮ সালে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি তিপ্রাল্যাণ্ডের দাবি তোলে উপজাতি এলাকায় নিজেদের অনুকূলে রাজনৈতিক হাওয়া তুলে। তা বুঝতে পেরে বিজেপি ক্ষমতায় আসলো আইপিএফটির হাত ধরে। সফলতাও আসে। উপজাতি সংরক্ষিত আসনের ২০টির মধ্যে ১৮টি দখল করে বিজেপি- আইপিএফটি জোট। জয়ী উপজাতি সংরক্ষিত ১৮টি আসনের মধ্যে বিজেপি পায় ১০টি, আইপিএফটি পায় ৮টি আসন। সাধারণ আসনেও জোটের প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি ভোটের সিংহ ভাগ চলে আসায় বিজেপি পায় এসসি সংরক্ষিত আসন সহ ২৬টি আসন। বিজেপি-আইপিএফটি জোটের দখলে যায় মোট ৪৪টি আসন। বামফ্রন্টের দুটি উপজাতি সংরক্ষিত আসন সহ দাঁড়ায় ১৬টি। এরইমধ্যে ২০২০ সালে রাজ্য রাজনীতিতে এক ভিন্ন প্রেক্ষাপটের সৃষ্টি হয়। গ্রেটার তিপ্রাল্যাণ্ডের গঠনের দাবিকে সামনে রেখে প্রদ্যোত কিশোর দেববর্মণের নেতৃত্বে গঠিত হয় তিপ্ৰা মথা। এতে শেষে যুক্ত হয় আইএনপিটি। দল গঠনের কয়েক মাসের মধ্যেই পাহাড়ি জনপদে বিপুল জনসমর্থন গঠন করতে সক্ষম হয় তিপ্ৰা মথা।একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজ্যের ক্ষমতাশীল বিজেপি-আইপিএফটি করে জোটকে পরাস্ত করে এডিসির ক্ষমতা দখল করে তিপ্রা মথা। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন শক্তি হিসাবে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করে তিপ্ৰা মথা।এরই মধ্যে বিজেপির জোট সঙ্গী আইপিএফটিতে ভাঙন ধরিয়ে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে তিপ্ৰা মথা। আইপিএফটি এক প্রাক্তন মন্ত্রী সহ দুই বিধায়ক তিপ্ৰা মথায় শামিল হন। পরবর্তীতে তিপ্রা মথা ত্রিপুরা সিটিজেন ফেডারেশন নামে শাখা সংগঠন গড়ে তুলে দলকে জাতি-উপজাতিদের দলের তকমা দেয়। এরই মধ্যে দোরগোড়ায় চলে আসে বিধানসভার ভোট। এপরিস্থিতিতে তিপ্ৰা মথাকে জোটে শামিল করতে দের চায় বিভিন্ন দল। গ্রেটার তিপ্রাল্যাণ্ডের দাবির প্রতি যেদল লিখিত সমর্থন দেবে তাদের সঙ্গে জোটে যাবার ঘোষণা দেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।শেষ পর্যন্ত গুয়াহাটি, দিল্লীতে বিজেপির সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও বিজেপি লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় একাই প্রতিদ্বন্দ্বিতায় নামে তিপ্ৰা মথা। ৪২টি আসনে প্রার্থীও দেয়। অপরদিকে তিপ্ৰা মথাকে সিপিএম-কংগ্রেসও তাদের সঙ্গে শামিল করতে আলোচনা চালায়। যদিও বুধবার রাতে সংবাদ লেখা পর্যন্ত সিপিএম-কংগ্রেসের সঙ্গে তিপ্ৰা মথা বিজেপি বিরোধী জোটে যাবে কি না তা স্পষ্ট করেনি প্রদ্যোত কিশোর দেববর্মণ। যদিও উপজাতি ভোট নিজেদের অনুকূলে রাখতে তিপ্ৰা মথাকে নিয়ে টানাটানি চলছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর বোঝা যাবে রাজ্যের উপজাতি রাজনীতির গতিপ্রকৃতি।এদিকে উপজাতিদের ভোট এবারও নিজেদের অনুকূলে ধরে রাখতে আইপিএফটির সঙ্গে জোট বেঁধে চেষ্টা চালাচ্ছে বিজেপি। মাঠে নামিয়েছে বিজেপির জনজাতি মোর্চাকেও। অপরদিকে জিতেন চৌধুরীকে সামনে রেখে সিপিএম তথা বামফ্রন্টও এবার তাদের হারানো উপজাতি ভোট ফিরিয়ে আনার কৌশল নিয়ে চেষ্টা ও প্রচার চালিয়ে যাচ্ছে। কংগ্রেস ও সিপিএম-এর সঙ্গে আসন সমঝোতা করে দলের উপজাতি নেতাদের প্রার্থী করে উপজাতি সংগঠনকে মাঠে নামিয়ে ও প্রচারে লাগিয়ে উপজাতি ভোট নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। সব মিলিয়ে সবকটি দলই ক্ষমতা দখলের লক্ষ্যে উপজাতিদের নিজেদের অনুকূলে টানতে মরিয়ে চেষ্টা ও কৌশল নিয়ে এগোচ্ছে।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

10 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

10 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

11 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago