Categories: খেলা

উমাকান্তের সিন্থেটিক মাঠ নিয়ে বিপাকে টিএফএ!

এই খবর শেয়ার করুন (Share this news)

নির্দিষ্ট সময়ে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক ফুটবল টার্ফ গ্রাউণ্ডের কাজ শেষ হচ্ছে না । যে মাঠের উপর ভরসা করে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সি ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসর শুরু করার কথা ছিল সেই মাঠ এখন নির্দিষ্ট সময়ে পাচ্ছে না টিএফএ । স্বাভাবিক কারণে এখন সামনে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসরের আয়োজন নিয়ে দুশ্চিন্তায় পড়লো টিএফএ । এ অবস্থায় উমাকান্ত মাঠের আশা ছেড়ে দিয়ে এখন সি ডিভিশন লীগ ফুটবল আসরের খেলা আয়োজনের জন্য বিকল্প মাঠের কথা ভাবছে টিএফএ । জানা গেছে , বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলের খেলা করা যায় কি না সে চেষ্টাই নাকি চলছে এখন রাজ্য ফুটবল সংস্থার তরফে । এ বিষয়ে টিএফএর তরফে কথাবার্তা চলছে । তবে জানা গেছে , স্পোর্টস স্কুলের মাঠটির অবস্থাও নাকি বর্তমানে খুব একটা ভালো নয় । নিয়মিত পরিচর্যা ও সংস্কার না করার কারণে মাঠটি এখন খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে । আর তাছাড়া ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী স্পোর্টস স্কুলের মাঠটি ভাড়া দেওয়া হয় । প্রতিদিনের জন্য মাঠের ভাড়া নাকি আড়াই হাজার টাকা । তবে টিএফএর পক্ষে তা দেওয়া সম্ভব নয় । স্পোর্টস স্কুলের মাঠটি বিনা পয়সায় ব্যবহারের জন্য টিএফএকে যাতে দেওয়া হয় সে বিষয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে নাকি অনুরোধ জানানো হবে । আগামী দু – একদিনের মধ্যেই হয়তো ক্রীড়ামন্ত্রীর সাথে এ বিষয়টি নিয়ে দেখা করতে চলেছেন টিএফএর কর্মকর্তারা । যদি মাঠটি পাওয়া যায় তাহলে টিএফএ নিজের পয়সা খরচ করেই তা সংস্কার করবে বলে ঠিক করেছে । আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে টিএফএ । দশটি টিম খেলছে এবার সি ডিভিশনে । খেলছে না একমাত্র সরোজ সংঘ । দশটি টিম টিএফএতে তাদের এন্ট্রি জমা দিয়েছে । অন্যদিকে , আগামী ২৮ অথবা ২৯ আগষ্ট থেকে মহিলা লীগ ফুটবল আসর শুরু করছে টিএফএ । পাঁচটি টিম খেলছে এই টুর্নামেন্টে । তাহলো- চলমান সংঘ , জম্পুইজলা প্লে সেন্টার , বিশ্রামগঞ্জ প্লে সেন্টার , কিল্লা ফুটবল ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল । তাদের এন্ট্রিও জমা পড়েছে টিএফএতে । মহিলা ফুটবল টিমগুলোকে নিয়ে আগামীকাল আলোচনায় বসছে টিএফএর মহিলা লীগ কমিটি । যেখানে টিমগুলোর প্রস্তুতির বিষয়টি নিয়ে আলোচনা হবে । টিএফএর অফিসে সন্ধ্যায় হবে এই আলোচনা সভা । এদিকে , মহিলা লীগ ফুটবলের খেলা আয়োজনের জন্য এডি নগর পুলিশ মাঠ ব্যবহারের অনুমতি আজ পেয়ে গেছে টিএফএ । আগামী পঁচিশ আগষ্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত পুলিশ মাঠ ব্যবহার করার অনুমতি পেয়েছে টিএফএ ।

Dainik Digital

Recent Posts

ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ব্রিটেন আইল্যান্ড!!

অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…

5 hours ago

৫৪৫ টাকায় অফিসের শৌচালয় ভাড়া তরুণীর!!

অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…

8 hours ago

জমি কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রীকে সময়সীমা দিলো কংগ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…

8 hours ago

কলেজ ছাত্রীকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি ও মারধর, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…

8 hours ago

জাতি-জনজাতির কৃষ্টি রক্ষায় কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…

8 hours ago

ওয়াকফ বিল!!

দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…

8 hours ago