Categories: খেলা

উমাকান্তের সিন্থেটিক মাঠ নিয়ে বিপাকে টিএফএ!

এই খবর শেয়ার করুন (Share this news)

নির্দিষ্ট সময়ে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক ফুটবল টার্ফ গ্রাউণ্ডের কাজ শেষ হচ্ছে না । যে মাঠের উপর ভরসা করে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সি ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসর শুরু করার কথা ছিল সেই মাঠ এখন নির্দিষ্ট সময়ে পাচ্ছে না টিএফএ । স্বাভাবিক কারণে এখন সামনে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসরের আয়োজন নিয়ে দুশ্চিন্তায় পড়লো টিএফএ । এ অবস্থায় উমাকান্ত মাঠের আশা ছেড়ে দিয়ে এখন সি ডিভিশন লীগ ফুটবল আসরের খেলা আয়োজনের জন্য বিকল্প মাঠের কথা ভাবছে টিএফএ । জানা গেছে , বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলের খেলা করা যায় কি না সে চেষ্টাই নাকি চলছে এখন রাজ্য ফুটবল সংস্থার তরফে । এ বিষয়ে টিএফএর তরফে কথাবার্তা চলছে । তবে জানা গেছে , স্পোর্টস স্কুলের মাঠটির অবস্থাও নাকি বর্তমানে খুব একটা ভালো নয় । নিয়মিত পরিচর্যা ও সংস্কার না করার কারণে মাঠটি এখন খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে । আর তাছাড়া ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী স্পোর্টস স্কুলের মাঠটি ভাড়া দেওয়া হয় । প্রতিদিনের জন্য মাঠের ভাড়া নাকি আড়াই হাজার টাকা । তবে টিএফএর পক্ষে তা দেওয়া সম্ভব নয় । স্পোর্টস স্কুলের মাঠটি বিনা পয়সায় ব্যবহারের জন্য টিএফএকে যাতে দেওয়া হয় সে বিষয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে নাকি অনুরোধ জানানো হবে । আগামী দু – একদিনের মধ্যেই হয়তো ক্রীড়ামন্ত্রীর সাথে এ বিষয়টি নিয়ে দেখা করতে চলেছেন টিএফএর কর্মকর্তারা । যদি মাঠটি পাওয়া যায় তাহলে টিএফএ নিজের পয়সা খরচ করেই তা সংস্কার করবে বলে ঠিক করেছে । আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে টিএফএ । দশটি টিম খেলছে এবার সি ডিভিশনে । খেলছে না একমাত্র সরোজ সংঘ । দশটি টিম টিএফএতে তাদের এন্ট্রি জমা দিয়েছে । অন্যদিকে , আগামী ২৮ অথবা ২৯ আগষ্ট থেকে মহিলা লীগ ফুটবল আসর শুরু করছে টিএফএ । পাঁচটি টিম খেলছে এই টুর্নামেন্টে । তাহলো- চলমান সংঘ , জম্পুইজলা প্লে সেন্টার , বিশ্রামগঞ্জ প্লে সেন্টার , কিল্লা ফুটবল ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল । তাদের এন্ট্রিও জমা পড়েছে টিএফএতে । মহিলা ফুটবল টিমগুলোকে নিয়ে আগামীকাল আলোচনায় বসছে টিএফএর মহিলা লীগ কমিটি । যেখানে টিমগুলোর প্রস্তুতির বিষয়টি নিয়ে আলোচনা হবে । টিএফএর অফিসে সন্ধ্যায় হবে এই আলোচনা সভা । এদিকে , মহিলা লীগ ফুটবলের খেলা আয়োজনের জন্য এডি নগর পুলিশ মাঠ ব্যবহারের অনুমতি আজ পেয়ে গেছে টিএফএ । আগামী পঁচিশ আগষ্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত পুলিশ মাঠ ব্যবহার করার অনুমতি পেয়েছে টিএফএ ।

Dainik Digital

Recent Posts

তিন ঘন্টা ধরে ৫০ ফুট উপরে উঠে আটকে রইল নাগরদোলা!

অনলাইন প্রতিনিধি :-কমপক্ষে ৩০ জন মানুষ৷ জমি থেকে ৫০ ফুট উপরে উঠে শূন্যে ভাসমান অবস্থায়…

16 hours ago

অমরপুর ও নূতনবাজারে একাধিক কর্মসূচি,কৃষকরা লাভের মুখ দেখছেন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-অর্থনীতিতে বিশ্বের মধ্যেচতুর্থ স্থানে ভারত। আগামীদিনে জার্মানিকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে…

18 hours ago

কপিলমুনি আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস!!

অনলাইন প্রতিনিধি :-গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী…

19 hours ago

স্টুডেন্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ মার্কিন…

19 hours ago

দ: কোরিয়ায় এশিয়ান জিমনাস্টিক্স, ভারতীয় দলে ত্রিপুরার শ্রীপর্ণা!!

অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতোই দক্ষিণ কোরিয়াতে হতে চলা মহিলাদের ১৮তম এশিয়ান জুনিয়র আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপের…

19 hours ago

বর্ষপূর্তির রণসাজ!!

প্রধানমন্ত্রী হিসাবে টানা ১১ বছর ক্ষমতায় থাকার এক মাইলফলক পূর্ণ করলেন নরেন্দ্র মোদি।২০১৪ সালের ২৬…

19 hours ago