Categories: খেলা

উমাকান্তের সিন্থেটিক মাঠ নিয়ে বিপাকে টিএফএ!

এই খবর শেয়ার করুন (Share this news)

নির্দিষ্ট সময়ে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক ফুটবল টার্ফ গ্রাউণ্ডের কাজ শেষ হচ্ছে না । যে মাঠের উপর ভরসা করে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সি ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসর শুরু করার কথা ছিল সেই মাঠ এখন নির্দিষ্ট সময়ে পাচ্ছে না টিএফএ । স্বাভাবিক কারণে এখন সামনে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসরের আয়োজন নিয়ে দুশ্চিন্তায় পড়লো টিএফএ । এ অবস্থায় উমাকান্ত মাঠের আশা ছেড়ে দিয়ে এখন সি ডিভিশন লীগ ফুটবল আসরের খেলা আয়োজনের জন্য বিকল্প মাঠের কথা ভাবছে টিএফএ । জানা গেছে , বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলের খেলা করা যায় কি না সে চেষ্টাই নাকি চলছে এখন রাজ্য ফুটবল সংস্থার তরফে । এ বিষয়ে টিএফএর তরফে কথাবার্তা চলছে । তবে জানা গেছে , স্পোর্টস স্কুলের মাঠটির অবস্থাও নাকি বর্তমানে খুব একটা ভালো নয় । নিয়মিত পরিচর্যা ও সংস্কার না করার কারণে মাঠটি এখন খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে । আর তাছাড়া ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী স্পোর্টস স্কুলের মাঠটি ভাড়া দেওয়া হয় । প্রতিদিনের জন্য মাঠের ভাড়া নাকি আড়াই হাজার টাকা । তবে টিএফএর পক্ষে তা দেওয়া সম্ভব নয় । স্পোর্টস স্কুলের মাঠটি বিনা পয়সায় ব্যবহারের জন্য টিএফএকে যাতে দেওয়া হয় সে বিষয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে নাকি অনুরোধ জানানো হবে । আগামী দু – একদিনের মধ্যেই হয়তো ক্রীড়ামন্ত্রীর সাথে এ বিষয়টি নিয়ে দেখা করতে চলেছেন টিএফএর কর্মকর্তারা । যদি মাঠটি পাওয়া যায় তাহলে টিএফএ নিজের পয়সা খরচ করেই তা সংস্কার করবে বলে ঠিক করেছে । আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে টিএফএ । দশটি টিম খেলছে এবার সি ডিভিশনে । খেলছে না একমাত্র সরোজ সংঘ । দশটি টিম টিএফএতে তাদের এন্ট্রি জমা দিয়েছে । অন্যদিকে , আগামী ২৮ অথবা ২৯ আগষ্ট থেকে মহিলা লীগ ফুটবল আসর শুরু করছে টিএফএ । পাঁচটি টিম খেলছে এই টুর্নামেন্টে । তাহলো- চলমান সংঘ , জম্পুইজলা প্লে সেন্টার , বিশ্রামগঞ্জ প্লে সেন্টার , কিল্লা ফুটবল ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল । তাদের এন্ট্রিও জমা পড়েছে টিএফএতে । মহিলা ফুটবল টিমগুলোকে নিয়ে আগামীকাল আলোচনায় বসছে টিএফএর মহিলা লীগ কমিটি । যেখানে টিমগুলোর প্রস্তুতির বিষয়টি নিয়ে আলোচনা হবে । টিএফএর অফিসে সন্ধ্যায় হবে এই আলোচনা সভা । এদিকে , মহিলা লীগ ফুটবলের খেলা আয়োজনের জন্য এডি নগর পুলিশ মাঠ ব্যবহারের অনুমতি আজ পেয়ে গেছে টিএফএ । আগামী পঁচিশ আগষ্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত পুলিশ মাঠ ব্যবহার করার অনুমতি পেয়েছে টিএফএ ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

4 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

4 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

6 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

6 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

6 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

7 hours ago