উমাকান্তে নিম্নমানের কাজের অভিযোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য সরকারের কোষাগারের পাঁচ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে যে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডের নির্মাণ কাজ চলছে সেই কাজের গুনমান নিয়ে প্রশ্ন ও আর্থিক ঘোটালার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে । নিম্নমানের কাজ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে । এমনকী মাঠের নিম্নমানের কাজ হচ্ছে এই অভিযোগ তুলে নির্মাণ সংস্থাকে সাময়িক কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে । জানা গেছে , ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীকে অবহিত করেছেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। এই ঘটনার পর রীতিমতো অস্বস্তিতে পড়ে এবার নড়েচড়ে বসেছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর । নির্মাণ সংস্থার লোকেদের তলব করা হয়েছে । গোটা ঘটনায় সম্পর্কে ওই এজেন্সিকে অবহিত করে গুণমান বজায় রেখে কাজ করার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে । যদিও এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তা একেবারেই নিম্নমানের ৷ ফলে আশঙ্কা করা হচ্ছে যে , একটা নির্দিষ্ট সময়ে আগেই পুরো পরিকাঠামো নষ্ট হয়ে যেতে পারে । প্রসঙ্গত , রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়াম সহ রাজ্যের চারটি জায়গায় একটি করে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে বিশেষ অনুদান হিসাবে কুড়ি কোটি টাকা অর্থ অনুমোদন দেয় । রাজধানীর উমাকান্ত মাঠ , জিরানীয়ার শচীন্দ্রনগর স্কুল মাঠ , মোহনপুর তুলাবাগানস্থিত উত্তর দেবেন্দ্রনগর স্কুল মাঠ এবং বিলোনীয়ার বিকেআই মাঠ ।

প্রত্যেক মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা করে বরাদ্দ করা হয় । সেই অনুযায়ী মণিপুরের মেরিডকো নামের একটি এজেন্সিকে কাজের বরাত দেওয়া হয় । যারা কেন্দ্রের খেলো ইণ্ডিয়া প্রকল্পে উদয়পুরের চন্দ্রপুর , খোয়াই বয়েজ স্কুলে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড , বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক টার্ফ অ্যাথলেটিক্স গ্রাউণ্ড সহ রাজ্যের বেশ কয়েকটি ক্রীড়া পরিকাঠামো নির্মাণের বরাত পেয়ে কাজও করছে । অনুরূপভাবে রাজ্যে নতুন করে চারটি সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণের দায়িত্বও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে । তবে রাজধানীর উমাকান্ত মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ড নির্মাণ কাজের শুরুতে এ ধরনের ঘোটালার পর স্বাভাবিকভাবেই ওই এজেন্সির কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এমনকী এই কাজে বড় বড় আর্থিক ঘোটালার আশঙ্কার বিষয়টিও উঠে আসছে বিভিন্ন মহল থেকে । প্রাপ্ত সূত্রের খবর , ও অভিযোগে জানা গেছে যে , উমাকান্ত মাঠের সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডের এখন যে গ্রাউন্ড লেভেলের কাজ চলছে এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে । মাঠের ভিতরের চারদিকে ফেন্সিং বরাবর যে সাইড ওয়াল তোলার কাজ চলছে তাতে খুব নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে । এমনকী নিচে ঢালাইয়ের কাজও সঠিকভাবে করা হয়নি । বিট ওয়াল তুলতে একেবারে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে । যেখানে এই বিট ওয়ালের উপর পুরো মাঠের পুক্ততা উপর নির্ভর করছে । কারণ এই বিট ওয়াল পুরো মাঠ অর্থাৎ সিন্থেটিক টার্ফ পরিকাঠামোকে ধরে রাখবে । কিন্তু এখানেই নিম্নমানের কাজ চলছে । আজ মাঠে গিয়ে টিএফএর কর্মকর্তাদের চক্ষু চড়কগাছ । যদিও দুদিন আগেই ঘটনার আঁচ পেয়ে টিএফএ – র কর্মকর্তারা মাঠে গিয়ে কাজ বন্ধ রাখার কথা বলে আসে । তারপরও কাজ চলছিল । পরে বিষয়টি ক্রীড়ামন্ত্রীকে জানানো হয় । নিম্নমানের যে ইটগুলো কাজের ব্যবহারের জন্য আনা হয়েছিল তা ফেরত নিতে বলা হয়েছে । বিষয়টি নিয়ে এখন ক্রীড়া দপ্তর নড়েচড়ে বসেছে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

16 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

17 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

17 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

17 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

17 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

17 hours ago