উমাকান্ত একাডেমীতে ইভিএম কমিশনিং!
আগামী ১৯ ও ২৬ এপ্রিল রাজ্যের দুটি লোকসভা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ২০২৪। পাশাপাশি রয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। অন্যান্য সময়ের মতো এবারও রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমীতে থাকবে গণনা কেন্দ্র। উল্লেখ্য, শনিবার রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ই ভি এম কমিশনিং হয়।। এদিন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে নির্বাচনী আধিকারিকরা ই ভি এম গুলো পরীক্ষা করে দেখান সবগুলি সঠিক আছে কিনা। প্রায় এক হাজারের কাছাকাছি ইভিএম রয়েছে যার মধ্যে ৭৯৩টি পোলিং স্টেশনের জন্য এবং বাকিগুলো রিজার্ভ হিসেবে থাকবে যাতে করে কোনো ইভিএমে গোলযোগ দেখা দিলে সেখানে সমস্যার সম্মুখীন না হতে হয়। এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ড: বিশাল কুমার।