তেলাঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়াদের একজনের দেহের সন্ধান মিলেছে!!
উরুতে জগন্নাথদেবের উল্কি, নিন্দার মুখে ক্ষমা ভিক্ষা বিদেশিনীর!!

অনলাইন প্রতিনিধি :-বিদেশিনীর উরুতে জগন্নাথদেবের উল্কির ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ওডিশায়। পুলিশে অভিযোগ দায়ের করেছেন জগন্নাথ ভক্তরা। সেই অভিযোগের ভিত্তিতে ওডিশার ট্যাটু পার্লারের মালিক রকিরঞ্জন বিশোই এবং ট্যাটু শিল্পী অশ্বিনীকুমার প্রধানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শহিদ নগর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ নম্বর ধারায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ট্যাটু পার্লারের মালিক জানিয়েছেন, বিদেশি ওই মহিলার অনুরোধেই ট্যাটু শিল্পী তার উরুতে জগন্নাথদেবের উল্লি এঁকে দেন। এ দিকে, ভুবনেশ্বরের ট্যাটু পার্লারে আঁকা ওই জগন্নাথদেবের ট্যাটু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। চোখে পড়তেই ফুঁসে ওঠে একাধিক হিন্দু সংগঠন।ছিছি করছেন জগন্নাথ ভক্তরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ইতালির নাগরিক। তিনি ওডিশায় একটি স্বেচ্ছাসেবী সস্থায় কাজ করেন। সমালোচকদের তোপের মুখে পড়ে সমাজ মাধ্যমে ক্ষমা চেয়েছেন ওই মহিলা এবং ট্যাটু পার্লারের মালিক। ভিডিও বার্তায় হাত জোড় করে বিদেশিনী বলেন, ‘আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমি জগন্নাথদেবের ভক্ত। প্রতিদিন জগন্নাথ মন্দিরে যাই। একটা ভুল করে ফেলেছি। অত্যন্ত দুঃখিত। আমি ট্যাটু আর্টিস্টকে বলেছিলাম, এমন কোনও স্থানে উল্কি আঁকতে যা ঢাকা থাকবে। ওই স্থানের ক্ষত সেরে উঠলেই আমি ট্যাটু মুছে ফেলব।দয়া করে আমায় ক্ষমা করে দিন।’