অনলাইন প্রতিনিধি :-বিদেশিনীর উরুতে জগন্নাথদেবের উল্কির ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ওডিশায়। পুলিশে অভিযোগ দায়ের করেছেন জগন্নাথ ভক্তরা। সেই অভিযোগের ভিত্তিতে ওডিশার ট্যাটু পার্লারের মালিক রকিরঞ্জন বিশোই এবং ট্যাটু শিল্পী অশ্বিনীকুমার প্রধানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শহিদ নগর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ নম্বর ধারায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ট্যাটু পার্লারের মালিক জানিয়েছেন, বিদেশি ওই মহিলার অনুরোধেই ট্যাটু শিল্পী তার উরুতে জগন্নাথদেবের উল্লি এঁকে দেন। এ দিকে, ভুবনেশ্বরের ট্যাটু পার্লারে আঁকা ওই জগন্নাথদেবের ট্যাটু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। চোখে পড়তেই ফুঁসে ওঠে একাধিক হিন্দু সংগঠন।ছিছি করছেন জগন্নাথ ভক্তরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ইতালির নাগরিক। তিনি ওডিশায় একটি স্বেচ্ছাসেবী সস্থায় কাজ করেন। সমালোচকদের তোপের মুখে পড়ে সমাজ মাধ্যমে ক্ষমা চেয়েছেন ওই মহিলা এবং ট্যাটু পার্লারের মালিক। ভিডিও বার্তায় হাত জোড় করে বিদেশিনী বলেন, ‘আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমি জগন্নাথদেবের ভক্ত। প্রতিদিন জগন্নাথ মন্দিরে যাই। একটা ভুল করে ফেলেছি। অত্যন্ত দুঃখিত। আমি ট্যাটু আর্টিস্টকে বলেছিলাম, এমন কোনও স্থানে উল্কি আঁকতে যা ঢাকা থাকবে। ওই স্থানের ক্ষত সেরে উঠলেই আমি ট্যাটু মুছে ফেলব।দয়া করে আমায় ক্ষমা করে দিন।’
অনলাইন প্রতিনিধি :-অবশেষে তেলাঙ্গানার সুরঙ্গে আটকে পড়াদের মধ্যে একটি দেহের সন্ধান করতে পেরেছে উদ্ধারকারীরা। তবে…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের সঙ্গেভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…
যত গর্জায় তত বর্ষায় না। বাংলার এই প্রবাদের গূঢ়ার্থ বুঝতে হলে রাজনীতির চশমায় নয়,আন্তর্জার নারী…
অনলাইন প্রতিনিধি :-গভীর রাত থেকে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি…
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাজধানীর আয়কর ভবনে নতুন আয়কর বিধি ও নিয়মকানুন নিয়ে নানা জটিলতা দূর…
অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মুখ্যমন্ত্রী বললেন, পঞ্চায়েতস্তরে উল্লেখযোগ্য…