উল্টোরথ, আর্থিক সহায়তা প্রদান,তদন্তের নিটফল এখনও শূন্য, বিভিন্ন মহলে বিস্ময়।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গত আটাশ জুন কুমারঘাটে ইসকনের উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে শিশু সহ সাতজনের অকাল মৃত্যু ও সাতাশজনের আহত হওয়ার ঘটনায় তদন্তের ফলাফল এখনও শূন্য। বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের নামে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছে অনেকে। তা না হলে ঘটনার পর পাঁচদিন অতিক্রান্ত হয়ে গেছে, তদন্তের অগ্রগতি এখনও শূন্য কেন? প্রশ্ন জনমনে। অভিযুক্তের কাঠগড়ায় ইসকন বলেই কি সরকার ধীরে চলো নীতি নিয়ে বিষয়টিকে হাল্কা করার চেষ্টা করছে? প্রশ্ন উঠেছে, ইসকনের জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে কি সরকার তদন্তের নামে চুপ করে থাকতো ?
সব থেকে বড় প্রশ্ন উঠেছে ইসকনের ভূমিকা নিয়ে।এতবড় একটি অপরাধ সংঘটিত করেও শুধুমাত্র একটি দায়সারা দুঃখ প্রকাশের বিবৃতি দিয়ে আর কোনও ভূমিকা নেই ইসকনের! অথচ তারাই নিজেদের আন্তর্জাতিক সমাজসেবী সংস্থা হিসাবে দাবি করে। ন্যূনতম সাহায্য সহায়তা পর্যন্ত পায়নি পরিবারগুলো ইসকনের পক্ষ থেকে। উল্টো প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য।মনে হচ্ছে ইসকনের স্থানীয় কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীন অপরাধের জন্য
দায়ী অন্যরা। মানবিক দৃষ্টিকোণ এবং মানবিক মূল্যবোধ থেকে রাজ্য সরকার, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তিগতভাবেও অনেকে স্বজনহারাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অথচ মানবিক মূল্যবোধ প্রচারের ঠিকা যারা নিয়ে রেখেছেন, বাস্তবে তাদের কোনও দায়দায়িত্ব বা ভূমিকা নেই। সরকারও নরম মনোভাব নিয়ে ধীরে চলো নীতি নিয়ে চলছে। মানুষ কখন ভুলে যাবে, সেই অপেক্ষাতেই আছে।এদিকে, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী স্বজনহারাদের পরিবারে এবং গুরুতর আহতদের পরিবারে সোমবার আর্থিক সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায়।
কুমারঘাটে উল্টোরথ কাণ্ডে নিহত, আহত সকলের পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, কৈলাসহরে একটি গাড়ি দুর্ঘটনায় নিহত দুইজনের পরিবারেও রাজ্য সরকারের ঘোষিত আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী শ্রী রায়। কিন্তু সব ছাপিয়ে বড় হয়ে উঠছে ইসকনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরূপ মনোভাব।একই সঙ্গে ইসকন প্রসঙ্গে রাজ্য সরকারের রহস্যজনক নীরবতার বিষয়টিও।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

13 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

13 hours ago