উৎসবের আতশবাজি ফেটে মৃত্য দুই শিশু সহ মোট ৪ জনের!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাতে তামিলনাড়ুর সালেম এলাকার দ্রৌপদী আম্মান মন্দিরে উৎসব উদযাপনের জন্য বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল আতশবাজি ৷ তামিলনাড়ুর বিস্ফোরণটি ঘটে রাত ৯ টায়। সালেম জেলার কাদাইয়ামপট্টির কাছে কাঞ্চনায়ক্কানপট্টিতে প্রায় ২৭ বছর পর দ্রৌপদী আম্মান মন্দিরে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাইকে করে ৩০০ কেজি আতশবাজি নিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। রাস্তার পাশে তখন আবর্জনা জ্বলছিল। ওই জ্বলন্ত আবর্জনার মধ্যে পড়ে যায় বাইকটি ৷ সঙ্গে সঙ্গেই আতশবাজিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। আতসবাজি বিস্ফোরণে মৃত্যু হয় দুই শিশু-সহ ৪জনের।